বর্তমানে দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অঙ্গ হলো জ্বালানি অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডার। যা প্রায় বর্তমানে প্রতি বাড়িতেই দেখা যায়। উনানের বদলে প্রায় সব বাড়িতেই এলপিজি সিলিন্ডারে রান্না করা হয়। যাতে দ্রুত রান্না হয়। তবে গ্যাস সিলিন্ডারে রান্না তো করেন কিন্তু জানেন গ্যাস সিলিন্ডারে হঠাৎ করে লিক হয়ে গেলে বা কোনো অসঙ্গতি দেখা দিলে কি করা উচিত? না জানলে অবশ্যই এই প্রতিবেদনে জেনে নিন। তাহলে অগ্নি বিস্ফোরণ থেকে রক্ষা পাবেন। তা না হলে ঘটতে পারে বড় ধরনের বিস্ফোরণ।
কথায় আছে, খুব ভালো আবার খুব খারাপ। হ্যাঁ, রান্নার গ্যাস সিলিন্ডার এমনই একটি জিনিস। যা রান্নার কাজে খুব ভালো কাজ করে কিন্তু তাতে কোনো খুঁত বা অসঙ্গতি দেখা দিলেই ঘটে ভয়ংকর ঘটনা। তেমনি সিলিন্ডারের একটি সমস্যা হল লিক হয়ে যাওয়া। যেটা বহু বাড়িতে বুঝতে না পারার ফলে অগ্নি বিস্ফোরণ ঘটে যায়। তাই সেই দুর্ঘটনা এড়াতে সেই সময় কি কি করনীয় তা জেনে রাখা উচিত।
সেফটি ক্যাপ
রান্না চলাকালীন অবস্থায় বা গ্যাস চালু করার সময় যদি বুঝতে পারেন গ্যাস লিক হচ্ছে তাহলে অবশ্যই গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিন। তারপরেও যদি লিক বন্ধ না হয় সেক্ষেত্রে সিলিন্ডার থেকে রেগুলেটর সরিয়ে সিলিন্ডারে সেফটি ক্যাপ লাগিয়ে দিন। তাহলে অগ্নি বিস্ফোরণ ঘটবে না।
দাহ্য বস্তুর অব্যবহার
কখনো গ্যাস লিক হলে সেই ঘরে কোনো দাহ্য বস্তুর ব্যবহার করবেন না। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলপিজি সিলিন্ডার লিক হলে বিদ্যুৎ সংযোগ সেই স্থানে চালু করা উচিত নয়। পাশাপাশি কোনো দেশলাই, লাইটার বা কোনো দাহ্য বস্তু জ্বালানো উচিত নয়।
আরও পড়ুন: বাতকর্ম তো হয়, কিন্তু জানেন কেন হয়? তাতে এত দুর্গন্ধই বা আসে কোথা থেকে?
গ্যাস বেরোনোর রাস্তা
গ্যাস সিলিন্ডার লিক হলে ঘর বন্ধ থাকলে সেই ঘর গ্যাসের গন্ধে ভর্তি হয়ে যায়। ফলে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা তৈরি হয়। তাই অবশ্যই গ্যাস লিক হলে সেই ঘরের দরজা-জানালা খুলে দেওয়া উচিত। এতে গ্যাস বেরিয়ে গেলে দুর্ঘটনা এড়ানো যাবে।
মোটা জিনিসের ব্যবহার
সিলিন্ডারে লিক হলে তা বুঝতে না পেরে যদি সিলিন্ডারে আগুন লেগে যায় ততক্ষণাৎ চট, কম্বল বা যে কোনো মোটা জিনিস ভিজিয়ে সিলিন্ডারে জড়িয়ে দিতে হবে। তাহলে অগ্নি বিস্ফোরণ থেকে বাঁচা যাবে। সিলিন্ডারের আগুন বন্ধ হয়ে যাবে।
এজেন্সিকে খবর দেওয়া
সবশেষে গ্যাস সিলিন্ডার লিক হলে অবশ্যই নির্দিষ্ট এজেন্সিকে খবর দিন। তারা সিলিন্ডার না চেক করা অবধি সিলিন্ডারে হাত দেবেন না। তা না হলে আগুন লেগে যেতে পারে। তাই অবশ্যই গ্যাস সিলিন্ডার চালানোর আগে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকুন। তাহলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়া যাবে।