রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে কোর্স করার সুযোগ, কোন বিষয় করানো হবে কোর্স?

বর্তমান আধুনিক যুগে নানা ধরনের কোর্স করার সুযোগ পায় ছেলেমেয়েরা। বিভিন্ন ধরনের উন্নতমানের পড়াশোনার জন্য ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সুবিধা হয় আজকালকার ছেলেমেয়েদের। বিভিন্ন বিষয় নিয়ে পড়ার নানা ধরনের পথ রয়েছে। আজকের এই প্রতিবেদনে এমন কোর্সের ব্যাপারে আলোচনা করা হবে যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের অনেক কাজে আসবে। আজকাল কম্পিউটার ছাড়া সবকিছুই অচল, সেই কারণে বিষয়টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা দরকার। তাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কম্পিউটারের একাধিক বিষয়ে কোর্সের সুযোগ দিচ্ছে তাদের কম্পিউটার সেন্টারে। একটি বিজ্ঞপ্তি সম্প্রতি সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

সূত্র মারফত যারা যাচ্ছে যে এই কোর্সের আয়োজন মূলত করেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি)-র তরফেই। কোর্স সম্পূর্ণ হওয়ার পর এনআইইএলআইটি-র তরফে শংসাপত্র দেওয়া হবে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছেলেমেয়েদের জন্য ‘ও’ লেভেলের একাধিক কোর্সের সুযোগ করে দেওয়া হচ্ছে। যারা আগ্রহী এই কোর্সটি করতে তারা শীঘ্রই ভর্তি হয়ে যান।

কোর্সটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। কম্পিউটারের এই কোর্সের মেয়াদ এক বছর। যারা এই কোর্সে ভর্তি হতে চান তাদের অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কোর্স ফি সাত হাজার টাকা। এই কোর্সটি করতে হলে কয়েকটি খাতে অবশ্যই টাকা জমা করতে হবে।

আরও পড়ুন: কুতুবমিনার ছাড়িয়ে যাবে হাওড়া টাওয়ার, কবে হবে উদ্বোধন?

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সংক্রান্ত কোর্সের মধ্যে অফিস অটোমেশন একটি গুরুত্বপূর্ণ কোর্স। এই কোর্সের মেয়াদ তিন মাস। এই কোর্স করতে গেলে ফ্রি দিতে হবে ১২০০ টাকা। চার মাসের জন্য ডেস্কটপ পাবলিকেশন (ডিটিপি) কোর্স করতে পারবেন আগ্রহীরা। সে ক্ষেত্রে এই কোর্সের জন্য তাঁদের ১৫০০ টাকা জমা দিতে হবে।

যারা ইচ্ছুক প্রার্থী তারা কিভাবে আবেদন করবেন এই কোর্সের জন্য? প্রথমে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্ত যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এখানে যেভাবে তথ্য দেওয়া আছে তা অনুসরণ করে ভর্তি হতে হবে। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ দিন উল্লেখ না থাকলেও বিগত বছর পর্যন্ত ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’-এর ভিত্তিতে ভর্তি হওয়া গিয়েছিল। চলতি বছরের কোর্সটি সম্পর্কে জানতে হলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফোনের মাধ্যমেও যোগাযোগ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *