Dhanteras 2024: সামনেই আলোর উৎসব দীপাবলি আর তারপরই ধুমধাম পালিত হয় ধনরাজ কুবেরের পুজোর উৎসব ধনতেরাস। এই দিনে বিভিন্ন ধাতু, বাসন ও মূর্তি কেনাকে শুভ বলে ধরা হয়। বলা হয় এইদিন বিশেষ কিছু জিনিস কেনাকাটা করলে মা লক্ষ্মী এবং ধনের রাজা কুবের ওই গৃহস্থের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের কৃপা দৃষ্টি বর্ষণ করে!
তবে কি কি কিনলে দেবী লক্ষ ও কুবেরের শুভ দৃষ্টি লাভ হবে তার অনেক মতবাদ রয়েছে। আজ জানুন ১০টি এমন জিনিসের নাম যা ধনতেরাস (Dhanteras 2024) উপলক্ষে কিনলে বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
প্রথমেই বলা যায় ধনতেরাসের (Dhanteras 2024) কেনা জিনিস গুলোর মধ্যে দেবী লক্ষী ও গণেশের মূর্তি কেনা শুভ লক্ষণ। এদিন এই মূর্তি কি বাড়িতে অর্থ ও সমৃদ্ধির সমাগম হয়। সোনা, মাটি বা রুপোর তৈরি মূর্তি কিনলে ভাগ্যের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। জীবন সুন্দর হয়। এছাড়াও বলা হয় মূর্তি ছাড়া ওইদিন সোনা বা রূপার কেনাকাটা করলে গৃহে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এবং তিনি গৃহে স্থায়ী বাসস্থান গড়ে ধন সম্পদ বৃদ্ধির আশির্বাদ দেন।
আরো পড়ুন: শোয়ার সঠিক দিক এর উপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ, কি বলছে বাস্তু শাস্ত্র?
এছাড়া এই শুভ দিনে শঙ্খ কেনা অত্যন্ত শুভ একটি লক্ষণ। হিন্দু ধর্ম মতে শঙ্খকে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা যায়। বলা হয় ধনতেরাস (Dhanteras 2024) উপলক্ষে শঙ্খ কিনলে দেবী লক্ষ্মী বিশেষ ভাবে সন্তুষ্ট হন এবং তিনি চঞ্চলা ভাব ছেড়ে বাড়িতে স্থায়ী বাস শুরু করেন। এদিন ধন দেব কুবেরের ছবি কেনাও শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। কুবের দেবের ছবিতে পূজা দিয়ে গৃহে রাখলে সারাবছর অর্থের আগমন ঘটে।
এছাড়াও আরো কিছু জিনিস রয়েছে যা ধনতেরাসের (Dhanteras 2024) সময় কেনা শুভ লক্ষণ বলে ধরা হয়। সেগুলো হলো ঝাড়ু, নুন ও গোমতী চক্র। ঝাড়ু বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে তা দেবী লক্ষ্মীর শুভ আগমনের পথ প্রশস্ত করে। এছাড়া দীপাবলিতে নতুন নুন ব্যবহার করলে বাড়িতে সুখ – শান্তি বিরাজ করে। এছাড়া গোমতী চক্র হলো ভগবান বিষ্ণুর প্রতীক যা ৭, ১১ বা ২১ টির বিজোড় গুনতিতে কেনা খুব শুভ। এছাড়া কচ্ছপ ও কড়ি কিনলেও দেবী লক্ষ্মীর স্থায়ী আবাস হয়ে গড়ে ওঠে।