আইপিএলের প্রথম দিনই ইতিহাস গড়বেন অজিঙ্কা রাহানে, এমন কীর্তি নেই ধোনি-রোহিতেরও

অজিঙ্কা রাহানে আবারও আইপিএলে নেতৃত্ব দিতে চলেছেন, এবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে। ২২ মার্চ কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ম্যাচ দিয়ে আইপিএল ২০২৫ শুরু হবে, আর সেই ম্যাচেই এক নতুন ইতিহাস গড়বেন রাহানে। তিনি হবেন ভারতের প্রথম ক্রিকেটার, যিনি তিনটি ভিন্ন আইপিএল দলের অধিনায়কত্ব করার অনন্য রেকর্ড গড়বেন। দীর্ঘ ক্যারিয়ারে রাহানে ইতিমধ্যেই একাধিক দলে খেলেছেন, তবে এবার তার নেতৃত্বগুণ আবারও পরীক্ষার মুখে পড়বে।

অজিঙ্কা রাহানের নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালের আইপিএলে, যখন রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে তিনি মাত্র এক ম্যাচের জন্য অধিনায়কত্ব করেন। সেই সময় স্টিভ স্মিথ দলে থাকলেও, একটি নির্দিষ্ট ম্যাচে তিনি না খেলায় রাহানেকে অধিনায়ক করা হয়। এরপর ২০১৮ ও ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে মাঠে নামেন তিনি। স্মিথ তখন নিষিদ্ধ থাকায় এবং পরে বিশ্বকাপ প্রস্তুতির কারণে দলে অনুপস্থিত থাকায় রাহানের ওপর দলের দায়িত্ব বর্তায়।

এরপরের পাঁচটি মরশুমে রাহানে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। যদিও অধিনায়কত্বের সুযোগ পাননি, তবু প্রতিটি দলে তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে চেন্নাই সুপার কিংসে ধোনির অধিনায়কত্বে খেলার সুবাদে অজিঙ্কা রাহানে নিজের ব্যাটিং ও নেতৃত্বের কৌশলে আরও পরিণত হয়েছেন। ২০২৫ সালের আইপিএল নিলামে কেকেআর তাকে আবার দলে নেয়, তবে এবার তিনি শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও মাঠে নামবেন। নাইট রাইডার্সের নেতৃত্বে নতুন করে চ্যালেঞ্জ নেবেন তিনি, যেখানে তার মূল লক্ষ্য থাকবে দলকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখা।

আরও পড়ুন: আইপিএল ২০২৫ এর ১০ দলের অধিনায়ক কে, চমক থাকছে তালিকায়!

এদিকে, রাহানের পাশাপাশি শ্রেয়স আইয়ারও একই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন এবং দলের পারফরম্যান্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর ২০২২ ও ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব পান তিনি। সেই দুই মরশুমে কেকেআরকে নেতৃত্ব দিলেও, এবার তাকে নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে। আইপিএল ২০২৫-এর জন্য শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পাঞ্জাব কিংস। এর ফলে তিনি রাহানের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনটি ভিন্ন আইপিএল দলের নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন।

আইপিএল ২০২৫ তাই দুই নতুন অধিনায়কের জন্য এক বিশেষ মরশুম হতে চলেছে। একদিকে কেকেআরের হয়ে অজিঙ্কা রাহানে মাঠে নামবেন নতুন লক্ষ্যে, অন্যদিকে শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে নিজের দক্ষতা প্রমাণের চেষ্টা করবেন। দুই তারকার জন্যই এটি বড় সুযোগ, কারণ তারা নতুন করে নিজেদের নেতৃত্বগুণ তুলে ধরতে পারবেন। কেকেআর ও পাঞ্জাব কিংস উভয় দলই ট্রফির জন্য মরিয়া, তাই দুই অধিনায়কের কৌশল, দল পরিচালনা এবং ব্যাট হাতে পারফরম্যান্স পুরো টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দিতে পারে।

ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের জন্য, যেখানে দুই অভিজ্ঞ ক্রিকেটার নিজেদের সর্বোচ্চটা দিয়ে নেতৃত্ব দিতে চাইবেন। এখন দেখার বিষয়, অজিঙ্কা রাহানে ও শ্রেয়সের মধ্যে কে আইপিএল ২০২৫-এ নিজের দলকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারেন এবং নতুন রেকর্ড গড়ে আইপিএলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *