Coochbehar: সম্প্রতি এমন বহু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের জানার কথা নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারা বর্তমানে দেশ বিদেশ থেকে শুরু করে রাজ্যের খবরও মানুষের হাতের মুঠোয়। শহর থেকে গ্রাম কোথায় কি হচ্ছে সোশ্যাল মিডিয়ার পর্দায় তার সর্বত্রই চোখে পড়ে। আজকের এই প্রতিবেদনে এমন একটি অদ্ভুত বিষয় তুলে ধরা হবে যা অবাক করে দেবে সাধারণ মানুষকে। ভারতীয় রেলের তরফ থেকে আদৌ কি এত বড় ভুল হওয়া সম্ভব? তাহলে কেনই বা কোচবিহার স্টেশন থেকে মুছে ফেলা হচ্ছে এই ইংরেজি বর্ণ?
কে লিখল এই এইচ?
যারা উত্তরবঙ্গ ভ্রমণ করেছেন তারা দেখে থাকবেন কোচবিহার (Coochbehar) রেল স্টেশনের প্ল্যাটফর্মের দুটো বোর্ডে কোচবিহার নামের পাশে ইংরেজি বর্ণমালার ‘এইচ’ শব্দটি লেখা রয়েছে। ইংরেজি বর্ণমালার এই বর্ণটিকে নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে রেলের অন্দরে। হঠাৎ করে কে লিখলো এই ‘এইচ’ শব্দটি? বিষয়টি নিয়ে রেলের কর্তারা কিন্তু সম্পূর্ণ অন্ধকারে। যেহেতু ঘটনাটি সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো কিছুই জানা যায়নি, সেই কারণে অবশেষে নেমবোর্ডের পাশে থাকা এইচ শব্দটি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
তাহলে কি ভুলবশত লেখা হল?
বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি রেলের কর্তাদের মধ্যে। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনপ শুক্রবার বলেন, স্পষ্টভাবে বিষয়টি নিয়ে কোন কিছুই জানা যায়নি। এই ধরনের শব্দ হয়তো ভুল করে বসানো হয়েছিল। সেই কারণে মাত্র ৭ দিনের মধ্যে কোচবিহার (Coochbehar) রেলস্টেশনের বোর্ড থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল এই বর্ণটিকে।
আরও পড়ুন: কষ্ট করে আর উঠতে হবে না ট্রেন কিংবা মেট্রোতে, রেলের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন সাবওয়ে
মুছে ফেলা হবে এইচ
বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ্যে আসতেই রেলের অন্দরমহলে তোলপাড় শুরু হয়ে গেছে। রেলের আলিপুরদুয়ার ডিভিশন থেকে বিষয়টি জানার চেষ্টা করা হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর মালিগাঁওতে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, জানতে চান কেন ঘটেছে এমন ঘটনা। সাধারণত জোন থেকে বিভিন্ন রেল স্টেশনের নেমবোর্ড লেখার কাজটি কেন্দ্রীয় ভাবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করে। বেশ কিছুদিন অপেক্ষা করার পরও আসল কারণ জানা যায়নি। কেন লেখা হল রেলস্টেশন এর বোর্ডে ‘এইচ’? সঠিক কারণ সামনে না আসার জন্য মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল।
প্রথম নাম ছিল কুচবিহার
ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাওয়া যাবে যে ১৮৯৮ সাল থেকে কোচবিহার (Coochbehar) রেল স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়। যদিও প্রথম নামটি কিন্তু কোচবিহার ছিল না, প্রথমে এই রেলস্টেশনের নাম ছিল কুচবিহার। প্রায় ৮ থেকে ৯ বছর আগে কুচবিহারের পরিবর্তে কোচবিহার রেলস্টেশন নামকরণ করা হয়। আবার হঠাৎ করেই সম্প্রতি সেই নেমপ্লেটের কোচবিহারের পাশে এইচ শব্দটিকে বসানো হয়েছে। বিতর্ক যেন কোনোভাবেই পিছন ছাড়ছে না কোচবিহার রেলস্টেশনের। কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ বলেন, এইচ কেন লেখা হয়েছিল বিষয়টি কিন্তু অস্পষ্ট থেকে গেল। তাই সকলে মুছে ফেলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।