Kolkata Metro: মেট্রো পরিবহনকে কলকাতায় যাতায়াতের লাইফ লাইন বলা হয়। সড়কপথে মিটিং, মিছিল ও নানা কারণে যানজট তৈরি হলে অনেকেই মেট্রো পথকে বেছে নেন। এছাড়াও এমন অনেক নিত্য যাত্রী রয়েছে যারা প্রতিদিনই মেট্রো পথে যাতায়াত করেন। তাই যাত্রীদের সুবিধার্থে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে মেট্রো কর্তৃপক্ষ। তেমনি এক রুটের পুরনো মেট্রো টানেল সংস্কারণের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। কবে থেকে শুরু হবে কাজ? কতদিন চলবে এই প্রকল্প?
কোন রুটে টানেল সংস্করণ হবে?
মেট্রো পথ এমন একটি সুন্দর যাতায়াত মাধ্যম যার মাধ্যমে যানজটহীন ভাবে সহজেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। ফলেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এক বহু বছরের কলকাতার পুরোনো মেট্রো (Kolkata Metro) টানেল পুনর্গঠনের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। আর সেই ভারতের প্রাচীনতম মেট্রো টানেলটি রয়েছে দমদম টু টালিগঞ্জ মেট্রো রুটের মাঝে উত্তর-দক্ষিণ লাইনে। অর্থাৎ দমদম-টালিগঞ্জ মেট্রো পরিষেবার ব্লু লাইন টানেল সংস্করণ করার কথা জানিয়েছে মেট্রো রেল।
কি কারণে মেট্রোর (Kolkata Metro) এই সংস্করণের সিদ্ধান্ত?
খবর অনুযায়ী প্রায় ৪ দশকেরও বেশি সময় পেরিয়েছে কিন্তু কোনো পুনর্গঠন বা সংস্করণ হয়নি দমদম-টালিগঞ্জ মেট্রো রুটের ব্লু লাইন টানেলের। প্রতি সময়ে রক্ষণাবেক্ষণ চালালেও কোনো সংস্করণ ছাড়া একভাবে পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলটি। দেওয়ালের ধ্বস নেমে, ট্য্যাক ফিটিংয়ের ক্ষয় হয়ে নানা রকম সমস্যা দেখা দিয়েছে টানেলটিতে। যা পরবর্তীতে বিপদজনক হয়ে উঠতে পারে। আর সেই ঘটনা যাতে না ঘটে তার জন্যই মেট্রো রেল তরফে শীঘ্রই সংস্করণের কাজ শুরু করার পদক্ষেপ গ্রহণ করেছে।
কবে থেকে চালু হবে কাজ?
কাজ শুরুর প্রসঙ্গে মেট্রো রেল জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি বার্তা দিয়েছেন, খুব শীঘ্রই শুরু হবে টানেল সংস্করণের কাজ। যার জন্য একটি বৃহৎ সমীক্ষা চালাচ্ছে মেট্রো পরামর্শদাতা সংস্থা রাইটস। মূলত ট্রাকের পরিকাঠামো ব্যবস্থা, সিভিল স্ট্রাকচার এই সমস্ত কিছু মূল্যায়ন করার জন্যই এই সমীক্ষার আয়োজন। যা প্রায় শেষের পথে বলে জানিয়েছেন রেড্ডি বাবু। আর কয়েক দিনের মধ্যেই হাতে আসবে সমীক্ষার রিপোর্ট। আর সেই মতোই শুরু হয়ে যাবে কাজ।
আরও পড়ুন: নয়ারূপে সেজে উঠছে নিউটাউন, যানজট সামলাতে তৈরি হচ্ছে নতুন ৬টি আন্ডারপাস?
কতদিন চলবে সংস্করণ?
কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানা গিয়েছে, প্রায় দীর্ঘ সময় ধরে দমদম টু টালিগঞ্জ মেট্রো রুটের মাঝে ব্লু লাইনের টানেলে সংস্করণ চলবে। কমপক্ষে প্রায় ৪ বছরের সময় নিয়ে এই টানেল সংস্করণে নামতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। যার ফলে টানেলের কাজ চলাকালীন সময়ে বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা।
কিভাবে পরিষেবা বন্ধ থাকবে?
আগামী দিনের মেট্রোপথে চাপ ও যাত্রীদের সুবিধার জন্যই এই পুনর্গঠনের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। ফলে টানেল সংস্করণের জন্য কাজের সময় বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা। তবে একটানা নয়, ধাপে ধাপে আংশিক বা সম্পূর্ণভাবে একাধিক মেট্রো (Kolkata Metro) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। তবে শুধু টানেল পুনর্গঠন নয়, এর পাশাপাশি ব্লু লাইনের সিগনালিং আপগ্রেড ও ওই রুটের বিভিন্ন স্টেশনে এসক্লেটার ও লিফট বসানোর পরিকল্পনাও চলছে বলে জানা গিয়েছে। যার জন্য রেল বোর্ডের সাথে পরামর্শ করে টাকা দাবি করার কথাও জানিয়েছেন মেট্রো রেল জেনারেল ম্যানেজার রেড্ডি বাবু।