Acer Smartphones: ভারতীয় স্মার্টফোনের বাজারে খুব শীঘ্রই নিজেকে আত্মপ্রকাশ করতে চলেছে ল্যাপটপ ও কম্পিউটার প্রস্তুতকারক ব্র্যান্ড Acer। মার্কেটে প্রথম স্মার্টফোন লঞ্চ হবে Acer Super ZX নামে। এখনো পর্যন্ত দাম ঘোষণা করা না হলেও আশা করা যাচ্ছে দশ হাজারের বেশি হবে এর মূল্য৷ বিশেষজ্ঞরা যদিও মনে করছেন যে এই সংস্থাটি বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন আনতে চলেছে। দু’টি মডেলই কালো রঙে পাওয়া যাবে৷ প্রথমটি ২৫ এপ্রিল থেকে Amazon.in-এর মাধ্যমে বিক্রি শুরু হবে৷
Acer Super ZX এর (Acer Smartphones) দুর্দান্ত ফিচারস
ফোনটির যাবতীয় ফিচার সম্পর্কে ইতিমধ্যেই সংস্থাটি তাদের মাইক্রোসাইটে প্রকাশ করেছে। Acer Super ZX মডেলে গ্রাহকেরা পেয়ে যাবেন আধুনিক MediaTek Dimensity ৬৩০০ প্রসেসর, এমনকি নতুন এই ফোনটি 5G সংযোগ সমর্থন করে। গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ফোনটি (Acer Smartphones) মাত্র ৮.৬ মিমি পাতলা রাখা হয়েছে, যা বহন করতে কোন অসুবিধাই হবে না। পাশাপাশি রয়েছে হাইপার ইঞ্জিন গেমিং এবং ডায়নামিক র্যাম সাপোর্ট। যদি কোন গ্রাহক এই ফোনটিকে গেমিং এবং মাল্টিটাস্কিং-য়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন তাহলে তাদের কোনও সমস্যা হবে না।
Acer Super ZX Ultra-Bright FHD+ ডিসপ্লে
এসার কোম্পানির এই সেগমেন্টের মডেলটিতে (Acer Smartphones) রয়েছে অতি-উজ্জ্বল FHD+ ডিসপ্লে৷ ফোনটিতে রয়েছে রিফ্রেশ রেট ১২০Hz এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০Hz, এর ফলে মসৃণ এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদান করে খুব সহজে। ফটোগ্রাফির জন্য এই ক্যামেরাটি একেবারে উপযুক্ত কারণ এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে রয়েছে একটি ৬৪MP মেইন ক্যামেরা, একটি ২MP বিশেষ সেন্সর এবং একটি ২MP মাইক্রো লেন্স। কোম্পানিটি দাবি করেছে যে, এই সেগমেন্টের এটি প্রথম ফোন এবং এখানে ৬৪ মেগাপিক্সেল সনি সেন্সর এবং এআই-ভিত্তিক ইমেজ এনহ্যান্সমেন্ট ফিচার উপলব্ধ থাকছে। যার ফলে কম আলোতে খুব সহজেই ছবি তোলা যায়।
ফোনটিতে (Acer Smartphones) থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি
গ্রাহকেরা নিঃসন্দেহে ভরসা করতে পারে ফোনটির ওপর কারণ এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে চলবে। একবার চার্জ দিলেই অনেকক্ষণ ব্যবহার করা যাবে এই ফোন (Acer Smartphones)।
আরও পড়ুন: অবাঞ্ছিত বিজ্ঞাপনের কারণে বিরক্ত? কি উপায় শেখালো গুগল?
গ্রাহকদের জন্য বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন
Acer (Acer Smartphones) ভারতীয় বাজারে নতুন Super ZX সিরিজ লঞ্চ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো Super ZX Pro এবং Super ZX। স্মার্টফোনগুলি গ্রাহকরা পেয়ে যাবেন আকর্ষণীয় ডিজাইন, স্পেশাল ফিচার এবং সাশ্রয়ী মূল্যের মধ্যে।
এই ফোনে থাকছে একাধিক ফিচারস
সুপার জেডএক্স প্রো মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির FHD+ এবং ১২০Hz OLED ডিসপ্লে। এরফলে গ্রাহকরা পাবেন গেমিং এবং ভিডিয়ো দেখার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। পাশাপাশি থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর, ইউএফএস ৪.১ স্টোরেজ এবং আইপি৬৪ রেটিং। ক্যামেরায় OIS ফিচার-সহ ৫০MP IMX882 মেইন সেন্সর এবং একটি ৫MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে৷ ফ্রন্ট ক্যামেরাটি ৫০ MP হওয়ায় সেলফির জন্য দুর্দান্ত।
একবার চার্জ দিলেই দীর্ঘ সময় চলবে কারণ এতে আছে ৫০০০mAh ব্যাটারি। এরফলে ফোনটির সাহায্যে খুব সহজেই মাল্টিটাস্কিং করা যায়। বাজেট এর দিক থেকে দেখতে গেলে দুটি ফোনই দুর্দান্ত এবং সাথে থাকছে স্টাইলিশ ডিজাইন। এই সিরিজটি স্মার্টফোনের বাজারে আনছে এক দুর্দান্ত প্রতিযোগিতা। বাজারে এসার এক শক্তিশালী জায়গা করবে বলে মনে করছেন টেকস্যাভিরা। এই মডেলটির দাম ১৭,৯৯০ টাকা থেকে শুরু হবে এমনটাই মনে করা হচ্ছে ৷