Vi Recharge Plan: ২৮ দিনের বৈধতায় সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এলো Vi, মিলবে অতিরিক্ত বেনিফিট

Vi Recharge Plan: ভারতীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম এক খ্যাতি প্রাপ্ত সংস্থা হল ভোডাফোন আইডিয়া। যাকে সংক্ষেপে বলা হয় ভিআই। এবার এই সংস্থা তাদের ইউজারদের জন্য চুপিসারে পোর্টফোলিওতে অ্যাড করল এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান। যেখানে ২৮ দিনের বৈধতায় মিলবে আনলিমিটেড কলসহ দুর্দান্ত ডেটা। তাও আবার বেশ সস্তায়। চলুন সেই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

Viএর নয়া রিচার্জ প্ল্যান (Vi Recharge Plan)

ভোডাফোন আইডিয়া কোম্পানি তরফে ইউজারদের জন্য যে নয়া রিচার্জ প্ল্যান এনেছে তা হল ৩৪০ টাকার রিচার্জ প্ল্যান। মূলত যেসব ভিআই ব্যবহারকারীরা কম দামে ডেটা, আনলিমিটেড কল, অতিরিক্ত সুবিধা ব্যবহার করতে চান তাদের জন্য এই প্ল্যানটি বেশ উপযুক্ত। কি কি মিলবে এই নয়া রিচার্জ প্ল্যানে?

রিচার্জ প্ল্যানের বৈশিষ্ট্য

ভিআইয়ের ৩৪০ টাকার নয়া রিচার্জ প্ল্যানের (Vi Recharge Plan) বৈধতা রয়েছে ২৮ দিন। আর এই বৈধতায় ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, প্রতিদিন ১০০ এসএমএস, দিনপ্রতি ১ জিবি ডাটা সহ অতিরিক্ত ১ জিবি ডেটা। অন্যদিকে মুম্বাই সার্কেলে ভিআই ব্যবহারকারীরা চাইলে এই রিচার্জ গ্রহণ করতে পারেন। ৫জি ডেটা পাওয়া যাবে।

দিন প্রতি রিচার্জ প্ল্যানের খরচ

হিসেব অনুযায়ী ভিয়াইয়ের ৩৪০ টাকা রিচার্জ করলে দিন প্রতি খরচ পড়বে ১২ টাকা করে। যা একটু দামি মনে হতে পারে। তবে যেসব ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কল ও অল্প ডেটার রিচার্জ প্ল্যান খোঁজেন তাদের জন্য ভিআই-এর এই নয়া প্ল্যানটি একটি দুর্দান্ত অপশন।

আরও পড়ুন: এবার আইপিএল দেখুন সম্পূর্ণ বিনামূল্যে, সুযোগ দিচ্ছে জিওহটস্টার

আনলিমিটেড ডেটা সুবিধা

তবে শুধু উপরে উল্লেখিত সুবিধা নয়, এই সুবিধাগুলোর পাশাপাশি আরও কিছু অতিরিক্ত সুবিধা পাবে এই প্ল্যান (Vi Recharge Plan) ব্যবহারকারীরা। যার মধ্যে অন্যতম একটি সুবিধা হল আনলিমিটেড ডেটা। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন এই প্ল্যান রিচার্জ করলে। ফলে কোনো ডাউনলোড, নাইট ব্রাউজিংয়ের খেতে এটি একটি দুর্দান্ত সুবিধা। পাশাপাশি সারা সপ্তাহে যারা সম্পূর্ণ ডেটা ব্যবহার করতে পারে না তাদের উইকেন্ডে কোম্পানি তরফে ডেটা ফেরত দেওয়া হয়। যা উইকন্ডে ব্যবহার করতে পারে।

ফ্রি ডাটা রিওয়ার্ড

অন্যদিকে এই প্ল্যান গ্রহণকারী ইউজাররা যখন MyVi অ্যাপে অ্যাক্টিভ থাকবেন তারা সময় সময়ে ফ্রি ডেটার রিওয়ার্ড পেয়ে যাবেন। কারণ এই প্ল্যানটি একটি লয়্যাল্টি বেসড ফিচার। তাই এই ধরনের রিচার্জ প্ল্যান (Vi Recharge Plan) যদি কেউ সন্ধান করেন অবশ্যই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে প্ল্যান চেক করে রিচার্জ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *