Indian Cricket Team: চাপে হেড কোচ গম্ভীর, বোর্ড তাড়াল তিন সহযোগীকে

Indian Cricket Team: সূত্র মারফত জানা যাচ্ছে যে, গত অস্ট্রেলিয়া সফরে গিয়ে ফাঁস করা হয়েছিল ড্রেসিংরুমের খবর এবং এই কারণেই চাকরি গেছে ভারতীয় দলের সাপোর্ট স্টাফের। পাশাপাশি চাকরি হারিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার। ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এমনটা শোনা গেছে। বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড মুখ খোলেনি। কেন এতজনকে চাকরি থেকে ছাঁটাই করা হলো? ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সকেই দায়ী করছে অনেকে। ওই সিরিজ়ে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ফলে হেরেছিল ভারত।

চাকরিহারা ভারতীয় দলের (Indian Cricket Team) কোচেরা

তিনজনের ব্যর্থতার জন্যই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল (Indian Cricket Team) সিরিজ হেরেছে। এমনকি সূত্র মারফত জানা গেছে চাকরি গিয়েছে দলের ম্যাসিয়োরেরও। আপাতত ফিল্ডিং কোচ হিসাবে আর এক সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। সোহমের জায়গায় হয়তো আনা হবে আদ্রিয়ান লে রুস, যিনি এখন আইপিএলের দল পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত। তবে এখনো পর্যন্ত অভিষেক এবং দিলীপের পরিবর্ত কারোর নাম ঘোষণা করা হয়নি।

চাকরি যাবার পিছনের আসল কারণ কি?

যারা ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) সঙ্গে গভীরভাবে জড়িত তারা কিন্তু পারফরম্যান্সটাকে আসল কারণ হিসাবে মনে করছেন না। সেটাই যদি আসল কারণ হত তাহলে গম্ভীরের চাকরি সবার আগে যেত। ভারতীয় দল কিন্তু এরপরও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এই কোচ এবং সাপোর্ট স্টাফদের নিয়েই। মনে করা হচ্ছে শৃঙ্খলাজনিত কারণের জন্যই চাকরি গেছে এদের। অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টের পর ভারতীয় দলের সাজঘরে গম্ভীর ধমক দিয়েছিলেন ক্রিকেটারদের। কোন ক্রিকেটারকে তিনি কি বলেছিলেন তা সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। অস্ট্রেলিয়ার সফরে ভারতীয় দলে থাকা ক্রিকেটার সরফরাজ খান সংবাদমাধ্যমে এই কথা ফাঁস করেছিলেন। সাপোর্ট স্টাফরা সাজঘরের কথা বাইরে এনেছে এমনটাই মনে করা হচ্ছে এখন। সরফরাজ আশা করি এই ধরনের কাজ করবেন না, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। তিনি সদ্য জাতীয় দলে খেলছেন, তাও আবার নিয়মিত নয়। নিজের কেরিয়ার নিয়ে এত বড় ঝুঁকি তিনি নেবেন না।

ইংল্যান্ডে শুরু হবে টেস্ট সিরিজ

এখন শুধুমাত্র আইপিএল শেষ হওয়ার অপেক্ষা, তারপর ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারতীয় দলের (Indian Cricket Team)। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সেটাই তাদের প্রথম সিরিজ। ভারতীয় দলকে যাতে অস্ট্রেলিয়ার মতো সমস্যায় ইংল্যান্ডে গিয়ে পড়তে না হয় সেই লক্ষ্যেই হাল ফেরানোর নীতি নেওয়া হয়েছে। এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বোর্ড কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: বাবা হলেন ক্রিকেটার কিন্তু ক্রিকেট লিগে দল কিনে ফেললেন কন্যা

আট মাসে চাকরিহারা অভিষেক

ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ হয়ে আসার পর গম্ভীর কেকেআর থেকে নিয়ে এসেছিলেন অভিষেককে। গম্ভীরের জোর করার ফলেই ভারতীয় বোর্ড অভিষেককে নিযুক্ত করেছিল। কিন্তু আট মাসেই চাকরি গেল অভিষেকের। যদিও বহু ক্রিকেটার কিন্তু নিজেদের কেরিয়ারের পুনরুত্থানের পিছনে অভিষেকের অবদানের কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ক্রিকেটার হলো দীনেশ কার্তিক, কেএল রাহুলেরা। আবার সমালোচনার তীরও তার দিকে এসেছে। সুনীল গাওস্করের মতো কেউ কেউ অভিষেকের সমালোচনাও করেছিলেন। আট মাসের মধ্যে চাকরি যাওয়ার ঘটনা ভারতীয় ক্রিকেট বোর্ডে এর আগে হয়নি।

শৃঙ্খলা নাকি পারফরম্যান্স

অন্যদিকে আবার রাহুল দ্রাবিড়ের অধীনে থাকা ভারতীয় দলের (Indian Cricket Team) কোচিং স্টাফদের মধ্যে ছিলেন দিলীপ, যিনি গম্ভীরের দলের সদস্য ছিলেন। তাঁর ফিল্ডিং করানোর অনুশীলন যথেষ্ট প্রশংসিত হয়েছে। এমনকি তিনি প্রথম ভারতের সব ম্যাচে আলাদা করে সেরা ফিল্ডার বেছে নিয়ে তাঁকে পুরস্কৃত করার রীতি চালু করেন। মনে করা হচ্ছে শৃঙ্খলাজনিত কারণে চাকরি গেছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *