A R Rahaman Divorce: এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ, দুঃখ প্রকাশ করছেন অনুগামীরা। গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত প্রায় প্রত্যেকটা মানুষের জীবনের প্রতিটা মুহূর্তের কথা সকলের সামনে উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনুগামীরা সেইসব তথ্য জানতে ভীষণভাবে আগ্রহী। সম্পর্কের ভাঙ্গা গড়াও তাই প্রকাশ্যে ঘটে থাকে। ইন্ডাস্ট্রিতে আবারও বাজছে বিচ্ছেদের সুর। তবে এবার অভিনয় জগতে নয়, সংগীত জগতে শোনা যাচ্ছে সংসার ভাঙার গল্প। বৈবাহিক জীবনের ইতি টানলেন গায়ক এ আর রহমান।
২৯ বছরের বিবাহিত জীবন। তথাকথিত সুখের সংসার। সেই সম্পর্কেরই ইতি টানলেন এ আর রহমান (A R Rahaman Divorce)। এই খবর প্রকাশ্যে আসতেই অনুগামীরা দুঃখ প্রকাশ করতে শুরু করেছেন তাদের প্রিয় গায়কের জন্য। প্রেসের মাধ্যমে নিজের সম্পর্ক ভাঙার গল্প নিজেই সকলের সামনে নিয়ে এসেছেন এ আর রহমান। তবে শুধু তিনি নয়, বিবাহ বিচ্ছেদ ঘটেছে আরো একটি সম্পর্কে। এ আর রহমানের ডিভোর্সের খবর সামনে আসতেই তারই দলের বেস বাদক মোহিনী দেও নিজের সম্পর্ক ভাঙার ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু দুজনেই সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের ভাঙ্গনের (A R Rahaman Divorce) খবরটি নিয়ে এসেছেন। তারা জানিয়েছেন, তারা একসাথে গ্র্যান্ড থার্টিতে পৌঁছানোর আশা রেখেছিলেন। কিন্তু পরিস্থিতি সাথ দেয়নি। তারা সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন এই ভাঙ্গা টুকরো গুলো হয়তো আর পুনরায় একই জায়গায় ফেরত পাওয়া যাবে না। কিন্তু তারা তাদের বন্ধু ও পরিবারের প্রতি কৃতজ্ঞ। তাদের জীবনের এই ভঙ্গুর সময়ের মুহূর্তগুলোকে দুনিয়ার সামনে গোপন রেখে তাদের সম্পর্ককে সম্মান দেখানোর জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন তারা।
আরো পড়ুন: শুটিং চলাকালী গর্ভবতী হয়ে পড়েছিলেন জয়া বচ্চন, কার ভুলের খেসারত দিতে হয়েছিল তাকে
কলকাতার অন্যতম জনপ্রিয় বেস বাদক মোহিনী দে এবং তার স্বামী সুরকার মার্ক হার্টসুচ। এ আর রহমানের বিবাহ বিচ্ছেদের (A R Rahaman Divorce) খবর সামনে আসার পরই তারা দুজনও সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিজেদের সম্পর্কের বিচ্ছেদের কথা জানিয়েছেন। তারা যৌথভাবে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছেন তারা তাদের সিদ্ধান্ত যৌথ সহমতেই নিয়েছেন। বিচ্ছেদের কারণে তারা দুজনেই দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু দুজনের আকাঙ্ক্ষাগুলি আলাদা তাই যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে বিবাহ বিচ্ছেদ হচ্ছে মানেই যে সমস্ত সম্পর্ক ভেঙে যাবে তা নয়। তারা তাদের পোস্টের মাধ্যমে জানিয়েছেন তারা আগের মতোই ভালো বন্ধু থাকবেন। এবং এখন যেমন কাজ করছেন ভবিষ্যতেও একসাথে কাজ করার ইচ্ছে আছে তাদের।
দুজন হাইপ্রোফাইল ব্যক্তিত্বের বিবাহ বিচ্ছেদের ঘটনা পরপর সামনে এসেছে। স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে তাদের নিয়ে। গোটা বিশ্ব জুড়ে এখনো পর্যন্ত ৪০টিরও বেশি স্টেজে একসঙ্গে পারফর্ম করতে দেখা গেছে সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান এবং বেস বাদক মোহিনী দেকে। এ আর রহমান ছাড়াও একাধিক গুণী ব্যক্তির সঙ্গে কাজ করেছেন মোহিনী। তাকে কাজ করতে দেখা গেছে জেসন রিচার্ডসন, উইলো স্মিথ, মার্কো মিনেম্যান, স্টিভ ভাই, জর্ডান রুডেস অফ ড্রিম থিয়েটার এমনকি জাকির হুসেনের সাথেও।