NRC: প্রতিবেশী দেশে রাজনৈতিক এবং সামাজিক হানাহানি বৃদ্ধি হওয়ায় ভারতে বাড়ছে অনুপ্রবেশের ঝুঁকি। এবার তাই নাগরিকত্ব নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের। এবার আধার কার্ড পেতে হলেও যোগ থাকবে NRC-এর। এবার নাগরিকত্ব নিয়ে কড়া পদক্ষেপ সরকারের। জানা যাচ্ছে যদি কোনো ব্যক্তি তার আধার কার্ডের জন্য আবেদন করেন এবং তিনি বা তার পরিবার যদি NRC সংশাপত্রের জন্য আবেদন না করেন তবে তার আধারের রিকোয়েস্ট খারিজ করে দেবে সরকার। বুধবার এই বিষয়ে জানিয়েও বিবৃতি দিয়েছে সরকার।
স্থানীয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা জানান অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। আর ঐদিকে বাংলাদেশ থেকে বহু মানুষ অনুপ্রবেশের চেষ্টা করছে। গত দুই মাসে একাধিক বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ধরেছে পুলিশের তরফে। আর এই জন্যই বাংলাদেশের মানুষের অনুপ্রবেশ বড় সমস্যা হয়ে রয়েছে ভারতের মানুষের জন্য। তাই ভারতের নির্দিষ্ট সিস্টেম চালিত করার কথা ভাবা হয়েছে।
জানা যাচ্ছে বাংলাদেশ থেকে বহু মানুষ অনুপ্রবেশ করার চেষ্টা করছে। তাই এবার থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও রাজ্য সরকার নতুন আধার কার্ড তৈরির আবেদন করার ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসেবে কাজ শুরু করবে। তারাই খুঁটিয়ে দেখবেন সমস্ত নথি। এইসব আবেদন দেখা শোনার জন্য নিয়োগ করা হবে একজন অতিরিক্ত জেলা শাসক।
আরো পড়ুন: হঠাৎ ভ্রমন পরিকল্পনা করছেন, নিশ্চিত ট্রেনের টিকিট কিভাবে পাবেন
প্রাথমিক পর্যায়ে ভেরিফিকেশন শেষ হলে UIDAI সমস্ত তথ্য জমা করবে রাজ্য সরকারের খাতে। নথি গিয়ে পৌঁছলেই রাজ্য সরকারি অফিসে প্রথমেই গ্রাহক এবং তার পরিবারে আরও সাথে NRC তে যুক্ত হওয়ার নথি রয়েছে কিনা দেখে নেওয়া হয়। যদি NRC অডিও সিটির মাধ্যমে কোনো প্রমাণ ফাঁস হয়ে যায়। যদি তথ্য বিচারে আধার কার্ডের তথ্য না পাওয়া যায় তাহলে বাতিল করে দেওয়া হবে।
শুধু তাই নয় আধার ওই ব্যক্তির ক্ষেত্রে ওই ব্যক্তি আর কেনো দিন আধারের আবেদন করতে পারবেন না। এই মর্মে কেন্দ্রের কাছেও জমা পড়বে রেকর্ড। যারা NRC তালিকা ভুক্ত হয়েও আধার কার্ডের আবেদন করেন তাদের বাড়িতে গিয়ে যাচাই করে আধার কার্ড পরিষেবা দেওয়া হয়। তবে ভিন রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম নেই। তাদের NRC করাতেও আবেদন করতে হবেনা। গত ২০১৯ সালে ৩১শে আগষ্ট NRC তালিকা প্রকাশ করা হয়েছিল। পরে ওই তালিকা থেকে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন আবেদনকারীর নাম বাদ পড়েছিল ফলে আরাম হচ্ছেনা।