Aadhaar Card: যাচাই করা হবে আধার কার্ড, নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার

Aadhaar Card: যাচাই করা হবে আধার কার্ড, নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার। ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা হয় আধার কার্ড (Aadhaar Card)। পাঁচ বছরের ঊর্ধ্বে যে কোন শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকটি মানুষের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। যেকোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা অথবা পড়াশোনা বা অন্য যে কোন বিষয়ে আধার কার্ড অবশ্যই প্রয়োজন। সম্প্রতি আধার কার্ড সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার।

বাড়িতে এসে আধার কার্ড (Aadhaar Card) যাচাইয়ের কাজ করে যাবেন সরকারি আধিকারিকরা। এখন থেকে আর আধার কার্ডের ভুল সংশোধনের জন্য বা নতুন আধার কার্ড তৈরির জন্য লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। বাড়িতে বসেই নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন। সরকারি আধিকারিকরা আপনার বাড়ি এসে এই আধার কার্ড তৈরি করে দিয়ে যাবে। তবে এই সুযোগ সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্যই এই পরিসেবা প্রদান করবে কেন্দ্রীয় সরকার।

আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের জন্য বাড়িতে বসে আধার কার্ড (Aadhaar Card) তৈরি করাতে চান, তাহলে সেই ব্যক্তি সম্পর্কিত বেশ কিছু তথ্য জমা করতে হবে আধার দপ্তরে। ইমেলের মাধ্যমে এই সমস্ত তথ্য পাঠাতে হবে। পাশাপাশি উল্লেখ করতে হবে কেন আপনি সেই ব্যক্তির আধার কার্ড বাড়িতে বসে তৈরি করতে চাইছেন? তাল শারিরীক বা বয়সজনিত কোন সমস্যা থাকলে তা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে মেলে। তারপর আপনার মেইলের সত্যতা যাচাই করা হবে এবং একটি নির্দিষ্ট দিন দেওয়া হবে। সেই নির্দিষ্ট দিনেই আধিকারিকরা আপনার বাড়ি এসে আপনার বাড়ির সদস্যদের নতুন আধার কার্ড তৈরি করে দিয়ে যাবেন। কোনো রকম সংশোধনের প্রয়োজন হলে তাও করে দিয়ে যাবেন।

আরো পড়ুন: আপনিও কি ৪ মাস আগে টিকিট বুক করেছেন, কোন নিয়ম খাটবে আপনার জন্য

প্রসঙ্গত উল্লেখ্য, আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত এই পরিষেবা কিন্তু বিনামূল্যে পাওয়া যাবেনা। বাড়িতে বসে আধার কার্ড তৈরি বা সংশোধনজনিত পরিষেবা পেতে গেলে তার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে। সাধারণ মানুষকে আপনি নির্দিষ্ট কাজের জন্য কত টাকা পেমেন্ট করবেন? কি কি নথিপত্র জমা করবেন? অথবা কি পদ্ধতিতে আপনার বাড়িতে এসে এই কাজ করা হবে? সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাকে জানানো হবে সরকারের পক্ষ থেকে।

এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কোন অগ্রিম পেমেন্টের প্রয়োজন নেই এই পরিষেবা গ্রহণের ক্ষেত্রে। যেদিন আপনার বাড়িতে কার্ড (Aadhaar Card) সংক্রান্ত কাজের জন্য আধিকারিক আসবেন সেদিনই সেই আধিকারিকের হাতেই পেমেন্ট করতে পারবেন আপনারা। ৩৫০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যেই মাথাপিছু পেমেন্ট নেবার কথা শোনা যাচ্ছে। এছাড়াও থাকছে একাধিক সুযোগ-সুবিধা। যেমন আপনার আধার কার্ডটি আসল কিনা এবং বৈধ কিনা তা যাচাই করতে চাইলে অনলাইনে যাচাই করে নিতে পারবেন। এমনকি ভুল সংশোধন জনিত কাজও অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করার সুযোগ দিচ্ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *