EPFO Aadhaar OTP: প্রভিডেন্ট ফান্ডের পোর্টালে লগইন করতে লাগবে আধার ওটিপি, জানুন বিশদে

EPFO Aadhaar OTP: এলো নতুন নিয়ম! আধার নাম্বার ব্যবহার করে ওটিপি দিয়ে চালু রাখতে হবে ইউনিভার্সাল একাউন্ট নাম্বার বা UAN! এই বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্প্রতি বেসরকারি কর্মীদের প্রভিডেন্ট ফ্যান্ড নিয়ন্ত্রণ সংস্থা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনকে নির্দেশ দিলো। এর মাধ্যমে কর্মীরা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ প্রকল্পের সুবিধা পাবেন। চলতি আর্থিক বছরেই এই প্রকল্প উন্মোচন করেছেন নরেন্দ্র মোদী।

ইতিমধ্যেই এই বিষয়ে বিশদে জানিয়েছে কেন্দ্রীয় শ্রুম এবং কর্মসংস্থান দপ্তর। জানানো হয়েছে চলতি বছরের ৩০শে নভেম্বরের মধ্যে এই অর্থবর্ষে যোগদানকারী সমস্ত কর্মীদের আধার নাম্বার দিয়ে ওটিপির (EPFO Aadhaar OTP) মাধ্যমে UAN একাউন্টটি সক্রিয় করতে হবে। তবে এই কাজটি করবে কর্মী নিয়ন্ত্রক সংস্থাগুলি।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রক আরও জানিয়েছে UAN চালু থাকলে কর্মীরা বিরামহীন অনলাইন সুবিধা পাবেন। এতে ইচ্ছেমত নিজের প্রভিডেন্ট ফান্ড একাউন্টে নজর রাখতে পারবেন কর্মীরা। সরাসরি PF পাশবই ডাউনলোড করা যাবে। এছাড়াও টাকা তোলা, আবেদন, বদলি, ব্যক্তিগত আপডেট, আবেদনের আসল সময় সহ আরও অনেক পরিষেবা কর্মীদের হাতের নাগালের মধ্যে থাকবে। এর জন্য কর্মীদের এর EPF দপ্তরে (EPFO Aadhaar OTP) ছোটাছুটি করার প্রয়োজন পড়বেনা। ঘরে বসেই সমস্ত তথ্য পাবেন সকলে।

আরো পড়ুন:  ফিক্সড ডিপোজিটের সুদের হারে এলো বড় পরিবর্তন, জেনে নিন বিশদে

বলে রাখা ভালো, UAN আধার ওটিপি ব্যবস্থা চালু করতে প্রথমে কর্মীদের ETFO পোর্টালে লগইন করতে হবে। সেখানেই ইম্পর্ট্যান্ট লিংকের ভিতরে ঢুকলে একটিভ ইউএএন নামের একটি লিংক পাবেন গ্রাহক! সেখানে একটি আবেদন পত্র ফুটে উঠবে সেটি পূরন করে সেখান থেকেই আধারের ওটিপি ভেরিফিকেশন (EPFO Aadhaar OTP) অপশন অর্থাৎ গেট অথরাইজেশন পিন অপশন চালু করতে হবে।

এই অপশন চালু করতে পারলেই গ্রাহকদের আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারে একটি OTP আসবে (EPFO Aadhaar OTP)। সেই ইউনিক OTP পোর্টালে দিলে প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এরপর সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে একটি ওয়ানটাইম পাসওয়ার্ড আসবে। এভাবেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *