Baba Vanga Nostradamus Prediction: ভয়ঙ্কর ভবিষ্যতবাণী, কোভিডের চেয়েও ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে ২০২৫ সালে!

Baba Vanga Nostradamus Prediction: বিগত কয়েক বছর সম্পর্কে যা যা ভবিষ্যতবাণী করেছেন মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। প্রায় দুই দশক আগে মারা যাওয়া এই দুই ব্যক্তি আগামী এক শতক পর্যন্ত পৃথিবীর ভবিষ্যতবাণী করে গিয়েছেন। যা ইতিমধ্যে গত কয়েক বছরে সত্যি হতে দেখা গিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে মহামারী প্রতিটি ভবিষ্যতবাণী এখনও সত্যি হয়েছে।

আর দুই মাস পরেই নতুন বছর শুরু। ইতিমধ্যেই ২০২৪ সম্পর্কে করা ভবিষ্যত বাণী (Baba Vanga Nostradamus Prediction) সত্যি হতে দেখেছে পুরো বিশ্ব। ফলে ২০২৫-এর এই ভয়াবহ ভবিষ্যত বাণী ভয় ধরাচ্ছে সকলের মনে। চোখে দেখতে পেতেন না বাবা ভাঙ্গা মারা যান ১৯৯৬ সালে। প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চারনোবেল বিপর্যয় ছাড়াও অনেক বড় বড় ঘটনা সম্পর্কে আগেই সতর্কবার্তা দিয়েছিলেন এই ব্যক্তি।

২০২৪ এর ভবিষ্যত বাণী (Baba Vanga Nostradamus Prediction) কি ছিল জানুন

  • ২০২৪ সম্পর্কে বাবা ভাঙ্গা এবং নষ্ট্রাদামুস বলেছিলেন এবছর এলিয়েনদের সাথে যোগাযোগ হবে পৃথিবীর তেমনটাই ঘটে মেক্সিকোতে। এলিয়েনদের দেহ প্রদর্শন ঘিরে শোরগোল পড়ে যায়।
  • রাশিয়ার প্রধানমন্ত্রীর উপর আততায়ী হামলা।
  • ইউরোপের জঙ্গি হামলা।
  • যুবরাজ চার্লসের রাজ সিংহাসনে বসা সহ আরও অনেক যা এখনও পর্যন্ত অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।

আরো পড়ুন: ঝাঁটা কেনা শুভ কেন, কোন সময়ে ঝাঁটা কিনলে পাবেন ভাল ফল

২০২৫ সম্পর্কে কি কি ভবিষ্যত বাণী রয়েছে জেনে নিন

  • বাবা ভাঙার (Baba Vanga Nostradamus Prediction) কথা অনুযায়ী ২০২৫ সালে ইউরোপ মহাদেশে ভয়ঙ্কর যুদ্ধ হবে যাতে প্রচুর মানুষের ক্ষতি ও প্রাণহানি হবে।
  • তিনি বলেছেন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ছাড়াও আরও দুই দেশের সাথে নতুন করে যুদ্ধ বাঁধবে।
  • কথা না বলেই একজনের সাথে আরেকজনের যোগাযোগ করার পথ হিসেবে টেলিপ্যাথিতে বড় আবিষ্কার হবে।

এই প্রসঙ্গে নষ্ট্রাদামুসও (Baba Vanga Nostradamus Prediction) ইউরোপের ভবিষ্যত সম্পর্কে কালো ছায়ার কথা বলেছেন। তিনি বলেছেন ভয়ঙ্কর যুদ্ধ থেকে আবারও প্লেগ রোগের মতো রোগ ছড়িয়ে পড়বে যার জন্য অনেক মানুষের জীবন চলে যাবে। তিনি বলেছেন দুই দেশ যুদ্ধ করে ক্লান্ত হয়ে হার মানবে তবে এই শান্তি চিরস্থায়ী হবেনা। এছাড়াও ব্রাজিলের একটি আগ্নেয়গিরি জেগে উঠতে পারে, ভয়ঙ্কর বন্যার মতো বিপর্যয়ের ভবিষ্যত বাণী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *