Numerology: জীবিকা নির্ধারণেও প্রভাব ফেলে জন্ম তারিখ, তেমনটাই বলছে সংখ্যা তত্ব। প্রতিটি মানুষ কোন না কোন গ্রহের দ্বারা পরিচালিত হয়ে থাকেন। সংখ্যা তত্ত্বের মাধ্যমে এই গ্রহের প্রভাব নির্বাচন করা সম্ভব। কোন ব্যক্তি কোন প্রফেশন বেছে নিলে জীবনে সফলতা আসবে তা নির্ধারণ করা সম্ভব তার জন্মতারিখের উপর নির্ভর করে। সংখ্যা তত্ত্বে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া রয়েছে। আজকের প্রতিবেদনে গ্রহ এবং জন্ম তারিখের উপনির্ভর করে কে কোন জীবিকা বেছে নিতে পারেন সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো।
সূর্য
সংখ্যা তত্ত্ব (Numerology) অনুযায়ী, যাদের জন্ম তারিখ ১, ১০, ১৯ অথবা ২৮ তাদের নিয়ন্ত্রণ করে রবি। এই ব্যক্তিরা রাজনীতি, প্রশাসনিক ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র ইত্যাদিতে সফলতা লাভ করতে পারেন। মূলত পরিচলনামূলক কাজ এদের জন্য খুব ভালো।
চন্দ্র
২, ১১, ২০ এবং ২৯ এই তারিখগুলোতে যারা জন্মেছেন সংখ্যা তত্ত্ব (Numerology) অনুযায়ী, তাদের নিয়ন্ত্রণ করে চন্দ্র। এনারা অভিনয় জগত অথবা নৌ বাহিনীর কাজে যুক্ত হলে সফলতা পেতে পারেন। শঙ্খ বা শাখার ব্যবসাও বেশ লাভজনক হবে।
বৃহস্পতি
৩, ১২, ২১ এবং ৩০ এই তারিখে যাদের জন্ম হয় তারা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হন। সংখ্যা তত্ত্ব (Numerology) অনুযায়ী, শিক্ষা জগত থেকে শুরু করে পৌরোহিত্য, ডাক্তার, উকিল, রাজনীতিবিদ প্রায় সব ক্ষেত্রেই এরা সফলতা পান। মূলত পরামর্শদাতা হিসেবে এদের ভূমিকা অনস্বীকার্য।
রাহু
সংখ্যা তত্ত্ব (Numerology) অনুযায়ী, ৪, ১৩, ২২, ৩১ এই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা রাহুর প্রভাবে প্রভাবিত হন। এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রেও জীবিকা নির্বাচনে একাধিক সুযোগ সুবিধা রয়েছে। চিত্র পরিচালক অথবা অভিনেতা, বিমান সংক্রান্ত কোনো কাজ, আমদানি রপ্তানি জাতীয় ব্যবসা ইত্যাদিতে সফলতা পেতে পারেন।
বুধ
যে সমস্ত জাতক জাতিকার জন্ম তারিখ ৫, ১৪ অথবা ২৩ তারিখে। সংখ্যা তত্ত্ব (Numerology) অনুযায়ী, তাদের উপর রয়েছে বুধের প্রভাব। এনারা উচ্চপদস্থ কর্মী হিসেবে সফলতা পেতে পারেন। গণিতজ্ঞ, অথবা হিসেব রক্ষক, ইঞ্জিনিয়ারিং, ওকালতি, সিএ, ব্যাংকের কাজ ইত্যাদিতে সফলতা আসতে পারে। এছাড়াও সংগীতশিল্পী অথবা চিত্রশিল্পী হিসেবেও এনারা বেশ ভালো সুনাম পেয়ে থাকেন।
শুক্র
৬, ১৫ এবং ২৪ তারিখে যাদের জন্ম হয় তারা শুক্র গ্রহের প্রভাবে প্রভাবিত হয়। সংখ্যা তত্ত্ব (Numerology) অনুযায়ী, জীবিকা নির্বাচনের ক্ষেত্রে মূলত সাংস্কৃতিক দিকটি তাদের জন্য সবথেকে ভালো। অভিনয়, চিত্রশিল্পী, বাচিক শিল্পী, সংগীত শিল্পী, যন্ত্রসংগীত অথবা নৃত্যশিল্পী ইত্যাদি ক্ষেত্রে সুফল পেতে পারেন তারা। ব্যাংক বা বিমা জাতীয় কাজে বেশ ভালো ফল পেতে পারেন।
আরো পড়ুন: আসছে নতুন বছর, শনির কৃপায় থাকবেন এই তিন রাশি
কেতু
সংখ্যা তত্ত্ব (Numerology) অনুযায়ী, ৭, ১৬, ২৫ তারিখে যারা জন্মগ্রহণ করেন তাদের উপরে থাকে কেতুর প্রভাব। এরা গবেষণামূলক কাজে সাফল্য পেয়ে থাকেন। এছাড়াও আধ্যাত্মিক ক্ষেত্রে সাফল্য আসতে পারে।
শনি
৮, ১৭, ২৬ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন সংখ্যা তত্ত্ব (Numerology) অনুযায়ী, তাদের উপর রয়েছে শনি গ্রহের প্রভাব। যেকোনো রকম কষ্টসাধ্য কাজের ক্ষেত্রে এরা বেশ সুফল পান।
মঙ্গল
মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন ৯, ১৮ এবং ২৭ তারিখে জন্ম নেওয়া জাতক জাতিকারা। সংখ্যা তত্ত্ব (Numerology) অনুযায়ী, এনারা খুব সাহসী হন। তাই যে সমস্ত কাজে সাহসের প্রয়োজন সেগুলি এদের জন্য ভালো। যেমন সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী অথবা শল্য চিকিৎসক ইত্যাদি।