Actress Rituparna Sengupta: গানের সুরে কোমর দোলালেন ঋতুপর্ণা, জমজমাট বহুরূপীর সাকসেস পার্টি

Actress Rituparna Sengupta: প্রায় তিন মাস আগে মুক্তি পেয়েছে বহুরূপী। স্বগৌরবে দশম সপ্তাহ পার করেও সিনেমা হলগুলোতে চলছে বহুরূপী। এখনও হাউজফুল রয়েছে পুজোর এই ছবি। বাংলায় পুষ্পা ২ ঝড়ের মাঝেও টিকে রয়েছে বহুরূপী। তাই সাফল্য উদযাপন করে একটি অনুষ্ঠানের আয়োজন করেন পরিচালক। বসেছিল চাঁদের হাট। বাংলার নামকরা সব অভিনেতা-অভিনেত্রীদের ভিড় যেনো বহুরূপীর সাফল্যের আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল।

সেখানেই নজর কেড়েছেন বাংলার বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Actress Rituparna Sengupta)। সবুজ স্লিভলেস ব্লাউজ এবং সঙ্গে কালো শাড়িতে মোহময়ী রূপে ধরা পড়েছিলেন অভিনেত্রী। এদিন পার্টিতে বহুরূপী সিনেমার ভাইরাল গান ডাকাতিয়া বাঁশির সুরে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। সঙ্গ দিয়েছিলেন বাংলার আরেক অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। পার্টিতে একসাথে নাচতে দেখা যায় ঋতাভরী এবং ঋতুপর্ণাকে। গোটা পার্টিতে ঠুমকা দিয়ে স্পটলাইট কেড়ে নিয়েছিলেন ঋতুপর্ণা (Actress Rituparna Sengupta) নিজেই। ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকেই মন্তব্য করেছেন ঋতুপর্ণার সামনে ঋতাভরীকে ম্লান মনে হচ্ছে।

টলি অনলাইন নামক একটু সমাজ মাধ্যমের একাউন্ট থেকে পোস্ট হওয়া ঋতুপর্ণা এবং ঋতাভরীর নাচের এই ভিডিও নজর কেঁড়েছে নেটিজেনদের। কমেন্টে এক নেট নাগরিক লেখেন ৯০ দশনের নায়িকা হলেও বর্তমান নায়িকারাও ঋতুপর্ণার (Actress Rituparna Sengupta) ধারে কাছে নেই। এনার্জি, নাচের এক্সপ্রেশন সমস্ত কিছুতেই ছাপিয়ে গিয়েছেন অভিনেত্রী। অনেকে আবার লেডি সুপারস্টারের তকমা দিয়েছেন এই অভিনেত্রীকে।

আরো পড়ুন: বাংলা সিনেমার উপর দক্ষিণী সিনেমার প্রভাব, ক্ষুদ্ধ রাজ চক্রবর্তীরা

ডাকাতিয়া গানটি ইতিমধ্যেই ব্লক বাস্টার, ঋতুপর্ণার (Actress Rituparna Sengupta) এদিনের নাচ যে এর গৌরব আরও বাড়িয়েছে সেকথা পোস্টের কমেন্ট দেখলেই বোঝা যায়। গানটি লিখেছেন নোনীচোড়া দাস বাউল এবং অনিন্দ্য বোস। সুর দিয়েছেন বনি চক্রবর্তী। গেয়েছেন নোনীচোড়া দাস বাউল, শ্রেষ্ঠা দাস এবং বনি চক্রবর্তী। ছবিতে গানের দৃশ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশনি মুখোপাধ্যায় ও নোনীচোরা দাস বাউল সহ একাধিক শিল্পীকে দেখা গিয়েছে। ছবি মুক্তির আগে থেকেই গানটি এবং কৌশনীর নাচের স্টেপও নজর কাড়ে নেটিজেনদের।

View this post on Instagram

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

বৃহস্পতিবার বহুরূপী ছবির সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা দাস, ঋতাভরী চক্রবর্তী, মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, বনি সেনগুপ্ত সহ আরো একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এদিন পার্টির শুরুতেই আগে কেক কেটে সেলিব্রেট করা হয় বহুরূপী ছবির সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *