Bangladesh: অন্ধকারের ডুবে বাংলাদেশে! ইলেকট্রিক সরবরাহ অর্ধেক করলো আদানি

Bangladesh: ইদানিং বাংলাদেশের যা পরিস্থিতি সেই বিষয়ে সকলেই জ্ঞাত। পূর্বের বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তা আজও বহু মানুষের চোখে ভাসে। সেই সময় থেকেই বাংলাদেশে চলছে নানান সমস্যা। তেমনি আবারও এক সমস্যার সম্মুখীন হল বাংলাদেশ (Bangladesh)। দেখা গেল বিদ্যুতের ঘাটতি। অর্ধেক বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিল আদানি পাওয়ার লিমিটেড। কারণ কি? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত আদানি পাওয়ার লিমিটেডের?

বাংলাদেশ PLC সূত্রে খবর গত ৩১শে অক্টোবর বৃহস্পতিবার হঠাৎ করেই কমে যায় বাংলাদেশের বিদ্যুতের আউটপুট। যার জেরে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি দেখা দেয় বাংলাদেশে। প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে বলে খবর বাংলাদেশের (Bangladesh)। খবর হয়েছে ৭০০ মেগাওয়াট ইলেকট্রিক পাচ্ছে বাংলাদেশ। কিন্তু কেন?

বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার অন্যতম কারণ হলো পাহাড় সমান বকেয়া। আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেডের কাছে বাংলাদেশের প্রায় পাহাড় সমান বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আর সেই বিদ্যুৎ বিল না জমা পড়াতেই এই সিদ্ধান্ত আদানি পাওয়ার লিমিটেডের। ঠিকমতো বিদ্যুৎ বিল না জমা পড়ায় ইলেকট্রিক সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার লিমিটেড।

তবে হঠাৎ করে কিন্তু এই সিদ্ধান্ত নেয়নি আদানি পাওয়ার লিমিটেড। সূত্রের খবর গত ২৭শে অক্টোবর বাংলাদেশের (Bangladesh) পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের উদ্দেশ্যে একটি চিঠি পাঠায় আদানি পাওয়ার লিমিটেড। চিঠিতে বলা হয় ৩০শে অক্টোবরের মধ্যে বাংলাদেশের তরফে বকেয়া বিদ্যুৎ বিল যেন মিটিয়ে দেওয়া হয়। তা না হলে আবারো বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেওয়া হতে পারে। ডেডলাইন এগিয়ে আসছে বলেও সতর্ক করা হয়েছিল এই চিঠিতে। কিন্তু সেই শর্ত না মানায়, বকেয়া বিল না মেটানোয় ইলেকট্রিক সরবরাহ কমিয়ে নেওয়ার উদ্যোগ নেয় আদানি পাওয়ার লিমিটেড।

আরো পড়ুন: মায়ানমারের গৃহযুদ্ধ, পরিস্থিতি হাতের বাইরে, জানালো রাষ্ট্রপুঞ্জ

সূত্র মারফতে জানা গিয়েছে আদানি পাওয়ার লিমিটেডের কাছে বাংলাদেশের প্রায় ৮৪৬ মিলিয়ন মার্কিন ডলার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তবে অন্যদিকে এ বিষয়ে পিডিবি অফিসিয়াল জানিয়েছেন তারা বকেয়া বিলের প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার মিটিয়ে দিয়েছে। গত সপ্তাহেও মিটিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাঙ্কের ডলারের ঘাটতির কারণে সেই বকেয়া মেটাতে পারেনি। আর সেই কারণেই ডেডলাইন পার হতেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদানি।

এ বিষয়ে আদানি পাওয়ার লিমিটেড জানায়, বাংলাদেশের (Bangladesh) বর্তমান বিদ্যুৎ সচিবকে পাঠানো চিঠিতে তারা অর্থ মেটানো সম্পর্কে বিস্তারিতভাবে জানায়। পাশাপাশি তারা সেই চিঠিতে উল্লেখ করে এই বকেয়া অর্থ না মেটালে বিদ্যুৎ সাপ্লাইয়ে বড় প্রভাব পড়তে পারে। তার কারণ যারা কয়লা সরবরাহ করে তাদের অর্থ মেটানোর বিষয় থাকে। সে কারণে বিদ্যুৎ বিল বকেয়া থাকলে আদানি পাওয়ার লিমিটেডের কাজ করতে সমস্যা হবে। কিন্তু এই অনুরোধ না মানায় বাংলাদেশের বিদ্যুৎ সাপ্লাই অর্ধেক করে আদানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *