Bagrakote Loop Bridge: বাংলার প্রথম লুপ সেতুতে ভিড় এড়াতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন

Bagrakote Loop Bridge: জলপাইগুড়ির ডুয়ার্সের বাগরাকোটে পশ্চিমবঙ্গের প্রথম লুপ সেতু তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ ও সিকিমকে যুক্ত করবে এই সেতু। এই লুপ সেতুর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করতে সক্ষম। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এর সৌন্দর্য কয়েকশো গুন বেড়ে যায়। অপূর্ব প্রাকৃতিক মায়াবী পরিবেশ আর সাথে পাশে বয়ে চলা নদী, সব মিলিয়ে যেন এক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে এই লুপে।

আর এই সৌন্দর্য উপভোগ করতেই ভিড় জমাচ্ছে পর্যটকেরা। বাগরাকোট লুপ সেতুর (Bagrakote Loop Bridge) নির্মাণ কার্য এখনো পুরোপুরি শেষ হয়নি। তার আগেই মানুষের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। পুলিশ, পর্যটকের ভিড়ের ফলে বিরক্ত হচ্ছেন বাগরাকোট, চুনাভাটি এলাকার সাধারণ মানুষ। জানা গিয়েছে, গত রবিবারের ভিড় সব রেকর্ড ছাঁপিয়ে গিয়েছিল।

সোশ্যাল মিডিয়ার যুগে মানুষদের মধ্যে ছবি তোলার হিড়িক বেড়ে গেছে। লুপ সেতুও তার থেকে নিস্তার পায়নি। নতুন বছরের প্রথম দিন থেকেই লুপ সেতুতে পর্যটকরা আসছেন। সেতুতে ওঠানামার রাস্তা এখনো ঠিকমত তৈরি হয়নি। তারই মধ্যে মানুষজন যেভাবে ভিড় জমাচ্ছে তাতে যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন: বরাদ্দ হল ১০০ কোটি, আধুনিকীকরণের পর নতুন কি কি সুবিধা মিলবে

বাগরাকোট লুপ সেতুর (Bagrakote Loop Bridge) এই অবারিত সৌন্দর্যের স্বাদ পেতে দিন দিন ভিড় ক্রমশ বাড়ছে। আর এই ভিড় সামলাতে গিয়ে রীতিমতো নাকানি চোবানি খেতে হচ্ছে প্রশাসনকে। শুধু তাই নয় অনেক পর্যটকরা গাড়ি থামিয়ে তুলছেন সেলফি, ছবি। এমনকি অনেককে রিলস বানাতেও দেখা গিয়েছে।

এমত অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এমনকি বাগরাকোট লুপ সেতুর (Bagrakote Loop Bridge) আধ কিলোমিটারের মধ্যে এখন থেকে কোন গাড়ি পার্কিং করা যাবে না। প্রসঙ্গত, গত ২ই জানুয়ারি এই সেতু দেখতে গিয়ে গাড়ি উল্টে তেরো জন আহত হন। মূলতঃ এরপর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *