IIEST Shibpur Admission: IIT শিবপুর নিয়ে এলো দারুন খবর, MBA কোর্সে শুরু হলো ভর্তি

IIEST Shibpur Admission: চাকরিপ্রার্থীদের সাথে সাথে নতুন বছরে উচ্চ শিক্ষার দিকে আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য রইলো বিশেষ খবর। সরকারি প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ বিজনেস এডমিনিষ্ট্রেশন বা MBA করতে চাইলে সেই সুযোগ এনে দিচ্ছে IIT শিবপুর। আগ্রহী প্রার্থীদের শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

সংস্থার নাম:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজির শিবপুরের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্স (IIEST Shibpur Admission)

কোর্সের নাম:

মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

আসনসংখ্যা:

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে মোট ৬০টি আসনে ভর্তি নেওয়া হবে আগ্রহীদের।

কোর্সটির উপকার:

MBA কোর্সে ভর্তির (IIEST Shibpur Admission) জন্য আগ্রহীরা বিশেষ কিছু দিক দিয়ে উপকৃত হবেন সেগুলো হলো:

১. এর স্নাতকোত্তরের পড়াশুনো সেমিস্টার সিস্টেমে হবে।
২. মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অপারেশন ম্যানেজমেন্ট সম্পর্কে বিশেষ ভাবে শিখতে পারবেন।
৩. এছাড়াও হাতে কলমে প্রশিক্ষণ এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারের মাধ্যমে বিভিন্ন কৌশল সম্পর্কেও আলোচনা করা হবে।

আবেদনের যোগ্যতা:

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য, কলা ইত্যাদি শাখার যেকোনো বিষয়ে নূন্যতম ৬০ শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

নির্বাচন পদ্ধতি:

শিক্ষার্থীদের প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউয়ের মাধ্যমে IIT শিবপুরে ভর্তি নেওয়া হবে (IIEST Shibpur Admission)।

আরও পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, প্রকাশিত হলো বিজ্ঞপ্তি

আবেদন মূল্য:

ছাত্র-ছাত্রীদের এডমিশন ফি বাবদ ১,৫০০ টাকা এবং রেজিস্ট্রেশন বাবদ ৫০০ টাকা ধার্য্য করা হয়েছে।

ভর্তি ফি:

উপরে উল্লেখিত কোর্সে ভর্তির জন্য (IIEST Shibpur Admission) প্রথমেই ১লক্ষ ৭ হাজার টাকা জমা করতে হবে।

আবেদন পদ্ধতি:

আবেদনে আগ্রহীদের অনলাইনের মাধ্যমে সস্ত নথি পাঠিয়ে দিতে হবে। আর আবেদন ফি পাঠাতে হবে অফলাইনের মাধ্যমে। বিশদ জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি পড়ে নিতে হবে।

সময়সীমা:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৭ই মার্চ পর্যন্ত চলবে আবেদন পদ্ধতি। এরপর মার্চ মাসের ২১ তারিখে মেধা তালিকা প্রকাশ করা হবে সংস্থার তরফে। এরপর ইন্টার্ভিউ নেওয়া হবে ২রা এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *