Adventure Hub: পর্যটকদের জন্য রয়েছে সুখবর, তৈরি হচ্ছে অ্যাডভেঞ্চার হাব

Adventure Hub: পর্যটকদের জন্য রয়েছে সুখবর তৈরি হচ্ছে অ্যাডভেঞ্চার হাব। ভ্রমন প্রিয় বাঙালির কাছে মূলত প্রাকৃতিক সৌন্দর্যটাই সবথেকে বড় হয়ে ওঠে। কিন্তু নতুন নতুন অ্যাডভেঞ্চারের নেশা আকৃষ্ট করে সাধারণ মানুষকেও। বিশেষত পাহাড় প্রেমী পর্যটকদের মধ্যে এই আকর্ষণ আরো বেশি ভাবে লক্ষ্য করা যায়। এইবার অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের জন্য রইল দারুন সুখবর। তৈরি হচ্ছে নতুন অ্যাডভেঞ্চার হাব। দার্জিলিং যাবার পথে রোহিণীতেই তৈরি হচ্ছে এই হাব। ভ্রমণ পিপাসু মানুষদের উৎসাহে এক অন্য মাত্রা যুক্ত করতে চলেছে এই উদ্যোগ।

শিলিগুড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত রোহিনী। এখানে তৈরি হচ্ছে নতুন অ্যাডভেঞ্চার হাব (Adventure Hub)। যার কারণে এই এলাকাটি পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হিসেবে ধরা দিয়েছে। রোহিণী প্যারাগ্লাইডিং এবং অ্যাডভেঞ্চার এসোসিয়েশনের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে এই হাবটি। যা পর্যটকদের কাছে পাহাড়ে ভ্রমণের পাশাপাশি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করতে সহায়তা করতে পারে। এখানে থাকবে অ্যাডভেঞ্চারের নানা রকম উপাদান।

রোহিনীর এই অ্যাডভেঞ্চার হাবের (Adventure Hub) মূল আকর্ষণ হতে চলেছে প্যারাগ্লাইডিং এবং অফ রোডিং। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মধ্যে এক রোমাঞ্চ রয়েছে। এই অভিজ্ঞতা অর্জন করতে চাইলে চলে আসতে পারেন এই অ্যাডভেঞ্চার হাবে। এটিভি গাড়ির মাধ্যমে করতে পারবেন অফ রোডিং। পাহাড়ি রাস্তার পাশাপাশি মিলবে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতাও। এছাড়া মাত্র ৩৫০০ টাকার বিনিময়ে করা যাবে প্যারাগ্লাইডিং। আকাশে ভাসমান অবস্থায় প্রকৃতিকে আরো কাছ থেকে উপলব্ধি করতে পারবেন পর্যটকরা। এছাড়াও এই অ্যাডভেঞ্চার হাবে পেয়ে যাবেন ওয়াটারফল ট্র্যাকিং এর সুযোগ। শুধু তাই নয় থাকবে তাঁবু খাটিয়ে জঙ্গলে নাইট ক্যাম্পিং এবং মাত্র ৫০০ টাকায় লাঞ্চ করার সুযোগও।

আরো পড়ুন: শীতের ছুটিতে নিরিবিলি পাহাড়ি গ্রামে বেড়াতে যেতে চান, রইলো খোঁজ

শিলিগুড়ি অথবা এনজিপি থেকে কার্শিয়াং রোড ধরে পৌঁছানো যাবে রোহিনী অ্যাডভেঞ্চার হাবে (Adventure Hub)। ৫০ থেকে ১০০ টাকা ভাড়ার বিনিময়ে পেয়ে যাবেন শেয়ার কার। তারপর কিছুটা হাটা পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন এই হাবে। এখানকার অ্যাডভেঞ্চার মূলক স্পোর্টসগুলির জন্য তেমন বিশেষ কোনো খরচ পড়বে না। অফ রোডিং এবং ওয়াটারফল ট্রেকিং এর ক্ষেত্রে জন প্রতি খরচ মাত্র ৫০ টাকা। প্যারাগ্লাইডিংয়ের জন্য খরচ হবে ৩৫০০ টাকা। অন্যদিকে জঙ্গলে বসে লাঞ্চ করতে চাইলে তাও পাওয়া যাবে মাত্র ৫০০ টাকার বিনিময়ে। ক্যাম্পিং এর ক্ষেত্রেও কিছু মূল্য নির্দিষ্ট করা হয়েছে তা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যাবে।

পাহাড়ট প্রিয় পর্যটকদের কাছে পাহাড় মানেই অ্যাডভেঞ্চার। তাই যারা পাহাড়ে ঘুরতে এসে নিত্য নতুন অ্যাডভেঞ্চারের খোঁজ করেন তাদের জন্য সেরা ঠিকানা হতে চলেছে রোহিনী অ্যাডভেঞ্চার হাব (Adventure Hub)। শিলিগুড়ি বা দার্জিলিং থেকে কাছাকাছির মধ্যে একটু অন্য ধরনের অভিজ্ঞতা নিতে চাইলে এই হাবে চলে আসতে পারেন। নানা রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের মাধ্যমে সময় কাটাতে পারবেন পর্যটকরা। পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরো আকর্ষণীয় ও রোমাঞ্চকর করতে প্রস্তুত প্যারাগ্লাইডিং এবং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *