Indian Citizenship: ভারতীয় নাগরিকত্ব পেতে মরিয়া আফগানরা, কলকাতা পুরসভাকে নোটিশ দিলো CBI

Indian Citizenship: ভারতের আশেপাশের প্রতিবেশী দেশগুলিতে অশান্ত অবস্থার সৃষ্টি হওয়ার দরুন নকল নথিপত্রের সাথে ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) পাওয়া নিয়ে একাধিক অভিযোগ এবং তদন্ত চলছে। পশ্চিমবঙ্গেও আফগানিস্থান (Afganistan) এবং বাংলাদেশ (Bangladesh) সহ প্রতিবেশী দেশ থেকে আসা অনুপ্রবেশ কারীদের নকল ভারতীয় সেজে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে। বিরোধীরা অভিযোগ করে টাকার বিনিময়ে ভুয়ো নথি দিয়ে দেশের নাগরিকত্ব পাইয়ে দিচ্ছে রাজ্যের শাসকদল। যদিও এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে অস্বীকার করা হয়।

এবার এই অভিযোগেই নোটিশ পেলো তৃণমূল কংগ্রেসের পরিচালিত পৌরসভা। জানা যাচ্ছে এদিন দিল্লি বিমানবন্দর (Delhi Airport) থেকে সন্দেহভাজন ৬ জনকে আটক করে CBI। সন্দেহ ছিল নকল নথি ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) এবং পাসপোর্ট তৈরি করেছে এই ছয় জন আফগান। দেখা যায় ধৃতদের প্রত্যেকেই মালবাজার থানায় তাদের সরকারি জন্মবৃত্তান্ত জমা দিয়েছিল। এই থেকেই সন্দেহ বাড়ে CBI-এর। পরে মালবাজার পৌরসভাকে নোটিশ দেয় CBI, সদুত্তর না মেলায় গত মাসেই কলকাতা পুরসভাকে নোটিশ দেয় CBI।

সেখানেও মেলেনি উত্তর তাই গত ৫ই ডিসেম্বর পুনরায় মালবাজার পুরসভায় নোটিশ দিয়েছে CBI। কিসের ভিত্তিতে এই ছয় সন্দেহভাজনের জন্ম এবং তাদের পরিবারের সদস্যদের মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হলো এসব নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে CBI। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৫ জনের নথি চেয়ে পাঠিয়েছে CBI। এই বিষয়ে সদ্য বহিষ্কৃত মালবাজারের পৌরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন সাহা বলেন প্রথম চিঠি পাওয়া যায়নি তবে দ্বিতীয়টা পেয়েছে পুরসভা। সমস্ত তথ্য CBI-কে পাঠিয়ে দেওয়া হবে। ভোটের রাজনীতি তৃণমূল করেনা।

আরো পড়ুন: ডিএলএড নিয়ে নতুন ঘোষণা শিক্ষা পর্ষদের, বিক্ষোভ শিক্ষকমহলে

যোগ্য নথি যাচাই করে তবেই দেওয়া হয় ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship)। এরপর বাকিটা দেখার দায়িত্ব CBI -এর। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে মালবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ী জানান সিবিআইকে যাবতীয় নথি দেওয়া হবে সেসব নথির উৎসস্থল জানা পুরসভার কাজ নয়। পৌরসভার কাছে যে রিপোর্ট এদিন চেয়ে পাঠায় কেন্দ্র তা দিতে চলেছে মালবাজার পুরসভা।

এই প্রসঙ্গে একজন বলেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্থান মিলে এক হয়ে গেছে। ফলে ভয়াবহ কোনো সমস্যা আসতে পারে বলে সুযোগ। এবার আরও শক্ত হবে রাজ্য। নকল ভারতের নাগরিক ডার্ভাবে মেনে চলে ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *