Oscar 2025 Nominations: সম্প্রতি প্রকাশ পেয়েছে আগামী বছরের অস্কারের মনোনয়ন তালিকা। যেখানে বাংলা থেকে একটি গানের জন্য মনোনীত হয়েছেন বাংলার বিখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। এই খবর প্রকাশ্যে আসতেই এখনও পর্যন্ত শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই বিশিষ্ট গায়িকা। তবে শুধুমাত্র এই গায়িকাই নন বরং অস্কারের দৌড়ে রয়েছেন বাংলার আরও ৪ জন শিল্পী। সব মিলিয়ে যার মধ্যে রয়েছেন ৩ জন কণ্ঠশিল্পী সহ ২ জন সঙ্গীত পরিচালক। মনোনীত হওয়া মৌলিক ৮৯টি গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য ১৪৬টি নির্বাচিত গানের মধ্যে পুতুল ছবির বাংলা গান ইতি মা এবং ব্যান্ড অফ মহারাজাস ছবির পাঞ্জাবি গান ইস্ক ওয়ালা ডাকু গান দুটি জায়গা করে নিয়েছে।
২০২৫ সালের অস্কারের জন্য মনোনীত (Oscar 2025 Nominations) হওয়া এই দুটি গানের পিছনেই রয়েছেন বাংলার এই ৫ জন সঙ্গীত শিল্পী। এইসব গুনী শিল্পীদের মধ্যে রয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমিক কুন্ডু এবং ডালিয়া মাইতি বন্দোপাধ্যায় প্রমুখরা। ইমন গেয়েছেন ইতি মা গানটি, সুর দিয়েছেন সায়ন। অন্যদিকে ইস্ক ওয়ালা ডাকু গানের সুরকার ছিলেন বিক্রম ঘোষ, কন্ঠ দিয়েছেন শমিক এবং ডালিয়া মাইতি।
আগামী ১৭ই ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে এই মনোনয়নের সুদীর্ঘ তালিকা থেকে বেছে নেওয়া হবে ১৫টি গান এবং অরিজিনাল স্কোরের জন্য বেছে নেওয়া হবে ২০টি গান। জানা যাচ্ছে ৯ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অস্কারের (Oscar 2025 Nominations) প্রথম পর্যায়ের ভোটিং। একাডেমির সঙ্গীত বিষয়ক সদস্যরা এদিন থেকে শুরু হওয়া ভোট পক্রিয়ায় অংশ নিয়ে ভোট দেবেন। জানা যাচ্ছে আগামী বছরের ৩রা মার্চ লস অ্যাঞ্জেলাসের ডলবি থিয়েটারে বসতে চলেছে অস্কারের (Oscar 2025 Nominations) পুরস্কার বিতরনী আসর।
আরো পড়ুন: অসফল কেরিয়ার, অথচ সম্পত্তির পরিমাণে ছাপিয়ে গিয়েছেন রণবীর-অল্লু অর্জুনদের
গতবার তামিল গান নাটু নাটু গানটি সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের ক্যাটাগরিতে অস্কার জিতে বিশ্বের সামনে ভারতের সম্মান আগেই বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এবার বাংলার কোনো শিল্পী সেই মুকুট মাথায় পড়তে পারেন কিনা সেটাই এখন দেখার। গত শিশু দিবসে মুক্তি পেয়েছিল ইমন চক্রবর্তীর এই গানটি। এদিন অস্কারে মনোনিত (Oscar 2025 Nomination) হওয়ার খবর সামনে আসার পর গায়িকা জানান তিনি খুব আনন্দ অনুভব করছেন, নিজেকে সুপারহ্যাপী বলেও দাবি করেন তিনি। আরও জানান বাংলা গানের মনোনয়নের খবরে তিনি নিজের থেকে আরও বেশি খুশি হয়েছেন।
অন্যদিকে বিক্রম ঘোষ একটি সাক্ষাৎকারে জানান তিনি পরিচালক গিরিশ মালিকের কাছ থেকে প্রথম এই খবরটি পেয়েছেন। এর আগেও মনোনীত হয়েছিলেন তাঁরা তবে এবার দুটি বিভাগে মনোনীত হতে পেরে আনন্দিত সকলে। তবে এই তালিকা যে চূড়ান্ত নয় সেই বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন এর থেকে তৈরি হতে চলেছে অস্কারের চূড়ান্ত মনোনয়ন (Oscar 2025 Nominations) তালিকা।