Ajay Jadeja: ভারতের ধনীতম ক্রিকেটার বললেই প্রথমে বিরাট কোহলির নাম মনে আসে। মাঠে যেমন বিরাট রাজত্ব করেছেন, ঠিক তেমনই তাঁর বিপুল সম্পত্তির পরিমাণও চোখে পড়ার মতো। বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি, আইপিএল, এবং একাধিক বড় কোম্পানির এনডোর্সমেন্ট থেকে বিরাট কোটি কোটি টাকা রোজগার করেন। কোহলি সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বও, যার ফলোয়ার সংখ্যা কোটি কোটি। কিন্তু এবার মাঠের বাইরে সম্পত্তির দিক থেকে কোহলিকে টেক্কা দিয়ে ভারতের ধনীতম ক্রিকেটার হয়ে উঠেছেন প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা (Ajay Jadeja)।
অজয় জাদেজার (Ajay Jadeja) এই বিশাল সম্পত্তির পিছনে রয়েছে তাঁর পারিবারিক ইতিহাস। তিনি গুজরাতের জামনগরের রাজপরিবারের বংশধর এবং সম্প্রতি তাঁর পরিবারের বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন। এরফলে তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৫ কোটি টাকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাদেজার এই নতুন সম্পত্তি বৃদ্ধির ফলে তিনি এখন বিরাট কোহলিকে সম্পত্তির নিরিখে ছাপিয়ে গিয়েছেন।
জাদেজা শুধু ক্রিকেটার হিসেবেই নয়, ধারাভাষ্যকার হিসেবেও সমান জনপ্রিয়। আইপিএল থেকে শুরু করে আন্তর্জাতিক ম্যাচ—সর্বত্রই তাঁর কণ্ঠ শোনা যায়। ধারাভাষ্যকার হিসেবে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা আয় করেন। এছাড়াও, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি আফগানিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করেছেন। তবে, মেন্টর হিসেবে কোনও পারিশ্রমিক না নেওয়ার খবরে তাঁর সুনাম আরও বৃদ্ধি পায়।
আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হতে পারে পাকিস্তানের! আয়োজন হওয়ার সম্ভাবনা এই তিন দেশে
জাদেজার (Ajay Jadeja) ক্রিকেট কেরিয়ার খুব দীর্ঘ ছিল না। গড়াপেটা কাণ্ডে তাঁর কেরিয়ার মাঝপথে থেমে যায়, এবং বোর্ড তাঁকে আজীবন নির্বাসিত করে। তবে তিনি কখনোই ক্রিকেট থেকে দূরে যাননি। ধারাভাষ্য, কোচিং এবং মেন্টরশিপের মাধ্যমে তিনি সর্বদা খেলার সঙ্গেই যুক্ত ছিলেন। এখন তাঁর পারিবারিক সম্পত্তির এই উল্লেখযোগ্য বৃদ্ধি তাঁকে আবারও আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। জাদেজা জাতীয় দলের হয়ে ১৫টি টেস্ট এবং ১৯৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর গড় ২৬.১৮, এবং ওয়ানডেতে ৩৭.৪৭ গড়ে করেছেন ৫৩৫৯ রান। এছাড়াও, তিনি ৩৪টি অর্ধশতরান করেছেন, যা তাঁর ক্রিকেট দক্ষতার পরিচয় দেয়।
যদিও তাঁর ক্রিকেট কেরিয়ার খুব দীর্ঘ ছিল না, তবু তিনি খেলার সঙ্গেই যুক্ত থেকেছেন এবং রাজপরিবারের সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে এখন তিনি ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকার শীর্ষে। ভবিষ্যতে তাঁর সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে, কারণ তাঁর পরিবারের সম্পত্তির আরেকটি অংশও শীঘ্রই তাঁর নামে হস্তান্তরিত হবে বলে জানা গেছে। জাদেজার এই বিপুল সম্পত্তি শুধু তাঁকে নয়, তাঁর গোটা পরিবারকেও আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।