Aliah University Recruitment: আলিয়া ইউনিভার্সিটিতে একাধিক শূন্যপদ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Aliah University Recruitment: চাকরি প্রার্থীদের জন্য বড় খবর! রাজ্যের অন্যতম বড় বিশ্ববিদ্যালয় অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সম্প্রতি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সংস্থার নাম:

আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University Recruitment)

পদের নাম:

বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, পাবলিক রিলেশন অফিসার, সিভিএস এডমিনিস্ট্রেশন, সিস্টেম এডমিনিস্ট্রেসন, স্পোর্টস অফিসার, এস্টেট এন্ড ট্রাস্ট অফিসার এবং সিকিউরিটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১টি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে।

বয়সসীমা:

বিজ্ঞপ্তি অনুযায়ী (Aliah University Recruitment) আবেদনকারীর বয়স ৩০ বছরের বেশি হতে হবে।

বেতন:

প্রতিটি পদের ক্ষেত্রেই নির্বাচিত প্রার্থীরা মাসিক ৫৬,১০০ টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। একই ভাবে অন্যান্য সব পদেই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড বেঁধে দেওয়া রয়েছে। বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর দিতে হবে।

আরো পড়ুন: কেন্দ্রীয় সংস্থায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি জারি

কর্ম অভিজ্ঞতা:

একেকটি পদের জন্য একেক রকম কর্ম অভিজ্ঞতা বলে দেওয়া হয়েছে। এর মধ্যে আলিয়া ইউনিভার্সিটিতে (Aliah University Recruitment) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে আবেদন করার জন্য ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদন পদ্ধতি:

সম্পূর্ণ আবেদন করতে প্রার্থীকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University Recruitment) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের কেরিয়ার ট্যাবে বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি খুঁজে প্রয়োজনীয় তথ্য ও নথি দিতে নির্দেশ মত আবেদন করতে হবে।

সময়সীমা:

প্রার্থীদের আগামী ১২ই ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *