Allu Arjun Arrest Case: সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২ সিনেমাটি। বক্স অফিসে ইতিমধ্যেই ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। এরই মধ্যে শুক্রবার সকাল থেকে হুলস্থূল পড়ে গেছে বিনোদন জগতে। শুক্রবার নিজের বাসভবন থেকেই গ্রেফতার হন আল্লু অর্জুন। এরপরই সরাসরি জামিন না দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় নামপল্লি কোর্টের তরফে। এরপরই তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন করেন এই দক্ষিণী তারকার আইনজীবীরা। অবশেষে সেখান থেকেই অন্তর্বর্তী জামিন পান অভিনেতা।
বুধবার অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে এসে FIR খারিজের আবেদন করেন আল্লু, আবেদন মঞ্জুর না হওয়ায় স্বাস্তিমূলক পদক্ষেপ স্থগিত রাখার আবেদন করেন অভিনেতার আইনজীবীরা। মামলার শুনানির আগেই গ্রেফতার হন অভিনেতা (Allu Arjun Arrest Case)। এরপর স্থানীয় কোর্ট থেকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আল্লু অর্জুনকে।
জানা যায় পুষ্পা ২ এর স্ক্রিনিংয়ের সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। ওই স্থানেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতার ৯ বছরের ছেলেকে। এর ফলে খোদ ছবির মুখ্য চরিত্র আল্লু অর্জুনের বিরুদ্ধেই পুলিশের তরফে করা হয় মামলা। এর ফল হিসেবে পুলিশের একটি দল শুক্রবার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে অভিনেতাকে (Allu Arjun Arrest Case)।
আরো পড়ুন: সাত দিনেই ১০০০ কোটির ক্লাবে পুষ্পা ২, তালিকায় রয়েছে আর কোন ছবি
মৃতার পরিবারের তরফেও দায়ের করা হয় অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে আল্লু অর্জুন, তাঁর নিরাপত্তা রক্ষীর দল এবং প্রেক্ষাগৃহের ম্যানেজমেন্টের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা রুজু করা হয়। যার ফলে গ্রেফতারির পর চিক্কদপল্লী থানায় নিয়ে যাওয়া হয় অভিনেতাকে (Allu Arjun Arrest Case)। এরপরই স্বাস্থ্য পরীক্ষায় পাঠানো হয় অভিনেতাকে।
বিস্তারিত ভাবে জানা যাচ্ছে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে সান্ধ্যকালীন শো-তে দেখানো হচ্ছিল পুষ্পা ২ দ্যা রুল সিনেমাটি। সেখানেই সাধারণ মানুষের সাথে ছবি দেখতে হাজির ছিলেন স্বয়ং হিরো আল্লু অর্জুন। রাত ১০.৩০ নাগাদ যখন অভিনেতা ওই স্থানে এসে উপস্থিত হন তখন কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশের তরফে চেষ্টা করা হলেও পরিস্থিতি সামলানো যাচ্ছিলনা। তখনই ঘটে এই বিপদ। এদিন গ্রেফতারির সময়েও (Allu Arjun Arrest Case) তাঁর মুখে হাসি দেখা গিয়েছে। কফি খেতে খেতেই বেড়িয়ে যান পুলিশের সাথে। এতে মূলত দুই ভাগে ভেঙে গিয়েছে সমাজ মাধ্যম। কেউ অভিনেতার পক্ষে তো কেউ বিপক্ষে কথা বলছেন। আবার অনেকেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের ক্ষেত্রে বিচার ব্যবস্থা এত দ্রুত কার্যকর হয়না কেনো! তবে ভারতের সমানাধিকার এবং গণতন্ত্র কি দেশের উচ্চবিত্ত মানুষদের সামনে চোখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকে!