জিও-এয়ারটেলের সাথে টেক্কা দিতে দ্রুত প্রযুক্তিগত বদল আনছে ভারতের এই সরকারি টেলিকম সংস্থা BSNL। এর মধ্যেই সংস্থার নতুন লোগো প্রকাশ করলো সংস্থাটি। বাণিজ্যিক 4G পরিষেবা প্রদানের আগে সামনে আনা হলো নতুন লোগো (BSNL New Logo)! লোগোর মাধ্যমে সংস্থাটি নিজদের লক্ষ্য উল্লেখ করেছে। তবে এবারের লোগোটির রং নীল-সাদা থেকে পরিবর্তন করে সম্পূর্ণ গেরুয়া রঙের উপর করা হয়েছে।
সেই সঙ্গে সাত সাতটি নতুন পরিষেবা বাজারে আনছে এই সরকারি সংস্থা BSNL। এর মধ্যে উল্লেখযোগ্য পরিষেবাগুলি হলো টু ডিভাইস কানেকটিভিটি সলিউশন, ইন্টারনেট টিভি সার্ভিস, ন্যাশনাল ওয়াইফাই রোমিং সার্ভিস এবং স্প্যাম প্রটেকশন ফেসিলিটি অন্যতম। তবে সব কিছুর উপর নজর কেঁড়েছে এর নতুন লোগোটি (BSNL New Logo)।
এটি সম্প্রতি নতুন 4G এবং 5G পরিষেবা চালু করেছে। এবং এরপরই দিল্লির সদর দপ্তর থেকে তাদের নতুন লোগো প্রকাশ করেছে সরকারি সংস্থাটি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই নতুন লোগোর (BSNL New Logo) উন্মোচন করেন। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। যাদের মধ্যে ছিলেন মন্ত্রী চন্দ্রশেখর পমাসানি এবং ভারতীয় টেলি-কমিউনিকেশনের সচিব নিরাজ মিত্তল। এদিন লোগো পরিবর্তনের পাশাপাশি সাতটি নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করে সংস্থাটি।
আরো পড়ুন: চার্জ ছাড়াই চলবে ফোন, বাজার কাপাতে আসছে টেসলার পাইফোন
এতে শুরু হয়েছে ন্যাশনাল ওয়াইফাই রোমিং, হাইস্পিড ইন্টারনেট আক্সেস এমনকি ফাইবার টিভি কানেকশনেরও সূচনা করা হয়েছে। যেখানে এখনও পর্যন্ত ৫০০টি লাইভ টিভি চ্যানেল ও পে টিভি ফেসিলিটির সুবিধাও থাকবে। BSNL -এর তরফে জানানো হয়েছে যে টিভি ফেসিলিটিতে ব্যবহৃত ডেটা FTTH প্যাক থেকে বাদ দেওয়া হবেনা।
এর সাথে নতুন কানেকশন দেওয়া এবং পুরানো কানেকশন আপগ্রেডেশনের উপর জোর দিতে চাইছে সংস্থাটি। আর এই জন্যই এনিটাইম সিম কিয়স্কের বন্দবস্ত করছে BSNL। সাথে D2D পরিষেবা দেওয়ার কথা ভাবা হচ্ছে। যার জন্য ইউপিয়াই সুবিধা মিলবে গ্রাহকদের। সাথে রিলিফ এজেন্সির জন্যও বিশেষ রকম কমিউনিকেশন প্ল্যাটফর্মের কথা ভাবা হচ্ছে যা আপদকালীন পরিস্থিতিতে বার্তা পাঠাতে সাহায্য করবে।