Amrit Bharat 2.0: সস্তায় পূর্ণ বিলাসিতা, বন্দে ভারত ট্রেনকে টেক্কা দিতে আসছে নতুন ট্রেন

Amrit Bharat 2.0: ধীরে ধীরে বদলে যাচ্ছে ভারতীয় রেলের আদল। শতাব্দী প্রাচীন কয়লা চালিত ইঞ্জিনের ট্রেন থেকে শুরু করে একের পর এক নতুন অত্যাধুনিক বিলাসবহুল ট্রেনে ভরে উঠছে ভারতীয় রেলের ডালি। দেশের বর্তমান সবচেয়ে দ্রুতগতি সম্পনি ট্রেন হিসেবে বন্দে ভারত ট্রেনের কথা সকলেরই জানা। এবার এই ট্রেনকে টেক্কা দিতে সস্তায় দুর্দান্ত সফরের অভিজ্ঞতা দিতে ভারতীয় রেলের তরফে আনা হচ্ছে নতুন ট্রেন।

শুক্রবার চেন্নাইয়ের ইন্তিগ্রাল কোচ ফ্যাক্টরিতে পরিদর্শনে যান কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত অমৃত ভারত ২.০ ট্রেনগুলোর (Amrit Bharat 2.0) কোচের গুণমান খতিয়ে দেখতেই সেখানে হাজির হন তিনি। তাঁর দাবি যাত্রীদের রেলের অভিজ্ঞতাকে একেবারে বদলে দিতে চলেছে এই নতুন অমৃত ভারত ২.০ ট্রেনটি। এই বিশেষ ট্রেনে থাকছে বিলাসবহুল ভিস্তাডম শীততাপ নিয়ন্ত্রিত কোচ সহ একাধিক সুবিধা। সঙ্গে থাকবে সাশ্রয়ী ভ্রমণের কোচ-ও।

এছাড়াও রেলমন্ত্রী যাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছেন যে জনপ্রিয় বন্দে ভারত ট্রেন থেকে অনেকটাই আলাদা হবে এই নতুন অমৃত ভারত ২.০ (Amrit Bharat 2.0) ট্রেনটি। যার উন্নতমানের পরিষেবা যাত্রীদের কাছে রেল যাত্রার নতুন মান স্থাপন করবে। বিশেষ করে দূরের কোনো গন্তব্যে ভ্রমণের জন্য ভারতীয় রেলের এই বিশেষ ধরনের বিলাসবহুল ট্রেনগুলিতে ভরসা রাখতে চলেছেন যাত্রীরা। সস্তায় বিলাসবহুল পরিষেবা নিয়ে ভারতীয় রেলের নতুন সংযোজন হতে চলেছে এই অমৃত ভারত ২.০ ট্রেনটি।

আরো পড়ুন: এই সব যাত্রীরা বিনা পয়সায় চড়তে পারবেন ট্রেনে, নতুন উদ্যোগ রেলের

বিশেষজ্ঞদের একাংশের মতে এই নতুন ট্রেন চলতে শুরু করলে একাধিক দিক দিয়ে বন্দে ভারত ট্রেনকে পিছনে ফেলে দিতে পারে। বন্দে ভারত ট্রেনের চেয়েও আরও বেশি করে ভ্রমণ উপভোগ করার জন্য সুযোগ থাকবে যাত্রীদের কাছে। ট্রেনের একাধিক দেয়ালে কাঁচের ব্যবহার থাকবে বলে জানা যাচ্ছে যার ফলে যাত্রীরা বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ভ্রমণ করতে পারেন।

অমৃত ভারত ২.০ ট্রেনের (Amrit Bharat 2.0) বিশেষত্ব:

  1. ট্রেন থেকে বাইরের দৃশ্য উপভোগ করার জন্য বিরাট আকারের জানালার ব্যবহার থাকবে।
  2. মাথার উপরেও দেখা যাবে আকাশ অর্থাৎ ট্রেনের উপরিভাগেও থাকবে কাঁচের দেওয়াল।
  3. উন্নত খাবার পরিবেশন পরিষেবা।
  4. টিকিটের দাম হবে সাশ্রয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *