Anganwadi Workers: সম্প্রতি হাইকোর্টের রায়ে রদবদল এলো অঙ্গনওয়াড়ি কর্মীদের জীবনে। যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হতে চলেছে রাজ্য। হাইকোর্টের পক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হয়েছে যেটা অনুযায়ী রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের নিয়মিত সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে। এছাড়াও এইসব কর্মীদের সরকারি পদের চাকুরীর সঙ্গে সমতুল্য হিসেবে সম্মানিত করা হবে।
জানা যাচ্ছে মাননীয় উচ্চ আদালত এই রায় দিয়েছেন মূলত একটি পিটিশনের উপর নির্ভর করে। যেখানে বলা হয় ১৯৮৩ সাল থেকে শুরু করে ২০১০ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS) প্রকল্পে নিয়োগপ্রাপ্ত কর্মী ও সহায়করা (Anganwadi Workers) নিয়মিত পদ্ধতিতে নিয়োগ পেয়ে এবং ১০ বছর ধরে দৈনিন ৬ ঘণ্টা কাজ করার পরেও শুধুমাত্র একটি ফিল্ডে কাজ করার জন্য সরকারি কর্মীর যোগ্য স্বীকৃতি পাননি। একই ভাবে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে মাসিক ৫০০০ থেকে ১০০০০ টাকা বেতন পেয়ে থাকেন।
এই প্রসঙ্গে বিচারপতি নিখিল এস কারিয়েল বলেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের সরকারি কর্মীর স্বীকৃতি (Anganwadi Workers) না দেওয়াটা একপ্রকার বৈষম্য। তাঁরা সমাজের এক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন। তাদের কাজ এবং দায়িত্ব অন্য সরকারি কর্মীদের চেয়ে কম গুরুত্বপুর্ণ নয় তাই এই বৈষম্য কার্যত অনুচিত। তাঁরা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের এবং ছোট শিশুদের শরীরের যত্ন নেন সঙ্গে প্রাথমিক শিক্ষা দানেও ভূমিকা রাখেন। এরপরই হাইকোর্ট এই রায় দেন।
আরো পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় বাধ্যতামূলক হলো অনলাইন আবেদন, কবে থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম
হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছেন যে রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ একটি নিয়ম তৈরি করা হবে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি মিলবে (Anganwadi Workers)। আগামী ছয় মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার কথাও জানিয়েছেন আদালত। এর মাধ্যমে বেতন এবং সরকারি সুবিধার ব্যাপারেও পরিবর্তন আনা হবে বলে জানা গেছে। এই নিয়মে AWW কর্মীদের বেতন ক্লাস থ্রি পদ অনুযায়ী এবং AWH কর্মীদের ক্লাস ফোর পদের কর্মীদের বেতনের সাথে সামঞ্জস্য রেখে দেওয়া হবে।
এখনও পর্যন্ত গুজরাট রাজ্যের হাইকোর্টের পক্ষ থেকে এই রায় দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এরকম কোনো নিয়ম এখনও চালু করা হয়নি। তবে আন্দাজ করা যাচ্ছে শুধু গুজরাট নয় এবার একে একে গোটা দেশের ক্ষেত্রে এই সুবিধা মিলবে।