Anil Ambani: দেশের নয়, এবার বিদেশের মাটি কাঁপাতে চলেছে অনিল আম্বানি।ধীরুভাই আম্বানির পুত্র অনিল আম্বানি (Anil Ambani)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অন্যতম সদস্য। মাঝে তার ব্যবসা প্রায় ধ্বংসের মুখে চলে গেছিল। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে তার পক্ষে নতুন করে কিছু শুরু করা সম্ভব ছিল না। এই পরিস্থিতিতে তার পাশে এসে দাঁড়ায় তার ভাই মুকেশ আম্বানি। অনেক ঝড় ঝাপটা পেড়িয়ে আবারও স্বমহিমায় ফিরতে সক্ষম হয়েছে অনিল আম্বানি। তিনি সমস্ত ঋণ শোধ করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি ব্যবসা বৃদ্ধিতেও মন দিচ্ছে তার সংস্থা। শুধু ভারতের মধ্যে নয়, ভারতের প্রতিবেশী দেশ ভুটানের সাথে ব্যবসায়িক চুক্তি বদ্ধ হলো অনিল আম্বানি।
ভারতের প্রতিবেশী দেশ ভুটানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে অনিল আম্বানির (Anil Ambani) সংস্থা। সে দেশের পাওয়ার সেক্টরে কাজ করতে চলেছেন তিনি। ভুটানে ১২৭০ মেগাওয়াটের একটি সৌর ও জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হতে চলেছে। যা করবে অনিল আম্বানির সংস্থা। রিলায়েন্স এন্টারপ্রাইজ নামে একটি নতুন কোম্পানি স্থাপন করেছে অনিল আম্বানি। সেই কোম্পানির আওতাধীন এই নতুন সৌর জলবিদ্যুৎ প্রকল্পটি।
রিলায়েন্স এন্টারপ্রাইজের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে যে, তারা ভুটানের বাণিজ্য ও বিনিয়োগ শাখা ডিএইচআই এর সাথে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ভুটান তাদের গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ করতে চাইছে এটি তারই একটি পদক্ষেপ। রিলায়েন্স গ্রুপ এবং ড্রুক হোল্ডিং দুটি সংস্থা মিলিতভাবে ভুটানের সবুজ শক্তি উৎপাদনে জোর দিতে চলেছে।
মূলত সৌর ও জলবিদ্যুৎ প্রকল্প নিয়েই কাজ করবে অনিল আম্বানির (Anil Ambani) সংস্থা। কিন্তু তার পাশাপাশি চলবে সবুজ শক্তির উন্নতি প্রকল্পের কাজও। কাজটি দু বছরে দুটি ধাপে করা হবে। তথ্যসূত্রে জানা গেছে, রিলায়েন্স এন্টারপ্রাইজের সাথে করা চুক্তি অনুযায়ী দু বছরে ৫০০ মেগাওয়াটের একটি সোলার প্ল্যান্ট তৈরি করা হবে ভুটানে। ভুটানের গেলফু মাইন্ড ফুলনেস সিটিতে তৈরি হবে এই সোলার প্ল্যান্ট।
এছাড়া তৈরি হবে একটি ৭৭০ মেগাওয়াটের চামখারচু-১ হাইড্রো পাওয়ার প্রকল্প। ভুটানের সরকারি নিয়ম অনুযায়ী, এই প্রকল্পে বেশ কিছু ছাড়ও দেওয়ার ব্যবস্থা থাকবে। এই প্রকল্পগুলি তৈরি করবে ভুটানের সরকারের অধীনস্থ কয়েকটি সংস্থা। তাদের সাথে সহযোগিতায় থাকবে অনিল আম্বানির (Anil Ambani) সংস্থা রিলায়েন্স এন্টারপ্রাইজ। বর্তমানে বেশ রমরমা ব্যবসা করছে অনিল আম্বানি। তার বিভিন্ন শেয়ারের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই পরিস্থিতিতে ভুটানের সাথে হওয়া এই চুক্তি আরও বেশ কিছুটা উন্নতির পথে এগিয়ে দেবে তার সংস্থাকে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।