Blockbuster Movies: গত ৫ই ডিসেম্বর মুক্তি পেয়েছে পুষ্পা ২ দ্যা রুল। আর এরপরই সাত দিন কাটতে না কাটতেই বক্স অফিসে ১০০০ কোটি টাকার ক্লাবে জায়গা করে নিয়েছে আল্লু অর্জুনের এই ছবি। বক্স অফিসের সুত্রে খবর অনুযায়ী এটিই প্রথম ছবি যা পুরো বিশ্বের মধ্যে সব থেকে দ্রুত ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে। তবে শুধুমাত্র পুষ্পা দ্যা রুল নয় এই ক্লাবে জায়গা করে নিয়েছে আরও অনেকগুলি ভারতীয় ছবি। চলুন জেনে নিই সেই তালিকায় থাকা ভারতীয় সিনেমার (Blockbuster Movies) নাম:-
১. পাঠান: ২০২৩ সালের জানুয়ারিতে শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন অভিনীত, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় মুক্তি পায় পাঠান। মুক্তি পাওয়ার ৫১ দিনের মধ্যেই বক্স অফিস থেকে উপার্জন করে ১০৪৬.৬০ কোটি টাকা। বাজেট ছিল ২৫০ কোটি টাকা।
২. দঙ্গল: ২০১৬ সালে নিতেশ তিওয়ারির পরিচালনায় মুক্তি পায় দঙ্গল। এই ছবিতে আমির খানের সাথে অভিনয়ের প্রশংসা কুড়িয়েছিলেন ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। দেশে ৭০০ কোটি টাকার ব্যবসা করলেও ছবিটা মুক্তির এক বছর পর চিনে মুক্তি পায় এই ছবিটি। এরপর ব্যবসা করে সর্বমোট ১৯৬৮ কোটি টাকা। এটিও জায়গা পেয়েছিল বক্স অফিসের ১০০০ কোটির ক্লাবে।
৩. বাহুবলী ১: এরপর এই ১০০০ কোটির ক্লাবে নাম লেখায় বাহুবলী ১ ছবিটি। ২০১৫ সালে মুক্তির পর দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল এই ছবিটি।
৪. বাহুবলী ২: প্রভাস অভিনীত বাহুবলী ২ ছবিটিও (Blockbuster Movies) জায়গা পায় এই তালিকায়। এই ছবিটি মোট ব্যবসা করে ১৮০০ কোটি টাকার।
৫. আরআরআর: বক্স অফিসের এক হাজার কোটির ক্লাবে এর পরে নাম আসে আরআরআর সিনেমাটির। সম্প্রতি অস্কারের মঞ্চেও সম্মান পেয়েছে ছবিটির গান নাটু নাটু। মোট উপার্জন ১২৫০ কোটি টাকা।
আরো পড়ুন: পুষ্পা টু এর সাফল্যে জয়জয়কার, পিছনে রয়েছে বাঁকুড়ার অবদান
৬. কেজিএফ চ্যাপ্টার ১: আরও এক দক্ষিনী সিনেমা (Blockbuster Movies) যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার ১-ও জায়গা নিয়েছে বক্স অফিসের এক হাজার কোটির ক্লাবে।
৭. কেজিএফ চ্যাপ্টার ২: কেজিএফ চ্যাপ্টার ১ এর দ্বিতীয় পার্ট অর্থাৎ চ্যাপ্টার টু সিনেমাটিও রয়েছে এই তালিকায়। ছবিটি বিশ্ব জুড়ে আয় করেছে ১২০০ কোটি টাকা।
৬. জওয়ান: এছাড়া শাহরুখ খানের আরও একটি ছবি রয়েছে বক্স অফিসের এই বিশেষ তালিকায়। জওয়ান ছবিতে মাত্র ১৮ দিনেই ১০০০ কোটির ব্যবসা করেন কিং খান।
৭. কল্কি ২৮৯৮ এডি: চলতি বছরে কল্কি ২৮৯৮ এডি ছবিটিও (Blockbuster Movies) জায়গা করেছে এক হাজার কোটির ক্লাবে। প্রভাষ, দীপিকা পাড়ুকোন সহ এই ছবিতে অভিনয় করতে দেখা যায় অমিতাভ বচ্চনকেও। মাত্র ১৫দিনেই এই ছবি ১০০০ কোটির ব্যবসা করে।