APPAR ID: চালু হতে চলেছে অপার আইডি, কাজ করবে শিক্ষার্থীদের আইডেন্টিফিকেশন নম্বর হিসেবে। খুব শীঘ্রই চালু হতে চলেছে অপার আইডি। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে এই আইডি। প্রত্যেকটি শিক্ষার্থীর একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর হিসেবে কাজ করবে এই আইডিটি। অংকুর থেকে উচ্চ শিক্ষা সমগ্র শিক্ষা জীবনের যাবতীয় তথ্য একত্রিত করে নথিভুক্ত করা থাকবে এই আইডির মাধ্যমে। অপার আইডি কিভাবে কাজ করবে? কিভাবে তৈরি করতে হবে? কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে? সবকিছু জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
অটোমেটিক পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি বা অপার আইডি (APPAR ID) হলো এক ধরনের ইউনিক আইডি নম্বর। এই আইডিটি প্রত্যেক ভারতীয় শিক্ষার্থীর জন্য চালু করা হবে। এই আইডির মাধ্যমে স্কুল জীবনে পদার্পণ থেকে শিক্ষাজীবনের শেষ পর্যন্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করা থাকবে। শুধুমাত্র পরীক্ষার ফলাফল অথবা পড়াশোনা সংক্রান্ত বিষয় নয়, এই আইডিতে নথিভুক্ত করা থাকবে অভিভাবকদের যাবতীয় তথ্য। শিক্ষার্থীর অর্জিত যাবতীয় স্কলারশিপ, খেলাধুলা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এমনকি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের তথ্যগুলোও। যেহেতু পুরো একাডেমিক সময়কালের যাবতীয় তথ্য একই জায়গায় নথিভুক্ত করা থাকছে তাই ভবিষ্যতে শিক্ষার্থী, শিক্ষক অথবা নিয়োগ কারীর কোন প্রকার সমস্যা হবে না। শিক্ষার্থী সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা সম্ভব হবে।
অপার আইডির (APPAR ID) লক্ষ্যই হলো শিক্ষার্থীদের একটি আলাদা তথ্য ভান্ডার তৈরি করতে সাহায্য করা। একজন শিক্ষার্থীর সম্পূর্ণ শিক্ষা জীবনের যাবতীয় তথ্য নথিভুক্ত করা থাকবে এক জায়গায়। যার ফলে শিক্ষাগত জীবন থেকে শুরু করে, কর্মজীবন সবকিছুতেই লাভবান হবেন সেই শিক্ষার্থী। সবথেকে বড় বিষয় হল শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ট্র্যাকটি সহজেই নির্বাচন করা যাবে। যা ভবিষ্যৎ জীবনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করবে। জালিয়াতি রোধ করার সব থেকে ভালো উপায় হিসেবে বিবেচিত হতো চলেছে এই অপার আইডি। কারণ শিক্ষার্থীরা কোনভাবেই জাল সার্টিফিকেট বা মার্কশিট তৈরি করতে পারবেন না। তাদের আসল শিক্ষাগত অবস্থান নথিভুক্ত করা থাকবে অপার আইডির মাধ্যমে। এতে ভবিষ্যতে নিয়োগ ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে।
আরো পড়ুন: ভারতীয় রেলে রয়েছে বিভিন্ন ধরনের কোচ, কোনটিতে কেমন সুবিধা
নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে কিভাবে কাজ করবে এই অপার আইডি? অপার আইডিতে একটি আলফা নিউমেরিক কোড দেওয়া থাকবে। এই কোডের সাহায্যে প্রত্যেক শিক্ষার্থী শিক্ষাগত তথ্যের পাশাপাশি তাদের সামাজিক জীবনের যাবতীয় তথ্যও নথিভুক্ত করা হবে সমস্ত তথ্য। ডিজি লকারের সাথে যৌথ উদ্যোগে চলবে সংরক্ষণের কাজ। এক কথায় বলতে গেলে শিক্ষা জীবনের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য এক ধরনের ডিজিটাল লকার হিসেবে কাজ করতে চলেছে অপার আইডি (APPAR ID)। প্রত্যেক শিক্ষার্থীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেহেতু একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে অপার আইডির (APPAR ID) মাধ্যমে। তাই জাল সার্টিফিকেট বা নকল মার্কশিট তৈরি করার ভয় থাকবে না। কোন গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে। নথিপত্র সব সময় সাথে বহন করার প্রয়োজন পড়বে না। যে কোন জায়গায় গিয়ে ডিজি লকারের মাধ্যমে নামিয়ে নেওয়া যাবে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি। বিশেষত শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপ বা অন্যান্য প্রকল্প, উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে। ভারতীয় শিক্ষা জগতে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে অপার আইডি।