Liberation War History: চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা, ইউনুসকে সাবধান করলো সেনাপ্রধান

Liberation War History: চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা, ইউনুসকে সাবধান করলো সেনাপ্রধান। শেষ কয়েক মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। শিক্ষা ব্যবস্থাকে নিয়ে শুরু হওয়া একটি আন্দোলন সমগ্র দেশের রাজনৈতিক পরিকাঠামোকে নাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে মুক্তিযুদ্ধের ইতিহাস (Liberation War History) মুছে ফেলার চেষ্টায় রয়েছে বাংলাদেশেরই বেশ কিছু মানুষ। ফোন করো যেন এমন দুঃসাহস দেখানো না হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে করা ভাষায় সতর্ক করলেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান।

যমুনার সৌজন্য সাক্ষাৎকারে ইউনুসকে রীতিমতো হুমকি দেন সেনাপ্রধান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার দুঃসাহস দেখাতে আসবেন না। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করলে বাংলাদেশ সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকবে না। এর উত্তরে অবশ্য সম্পূর্ণ অভিযোগটাকেই উড়িয়ে দিয়েছেন ইউনুস। তিনি জানিয়েছেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস (Liberation War History) মুছে ফেলার কথা বলেননি। তিনি বলেছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী রাজত্বের কাহিনী মুছে ফেলার কথা।

কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলেন ইউনুস। উদ্দেশ্য ছিল জাতীয় সংঘের সাধারণ সভায় যোগদান করা। সেখানে গিয়ে আমেরিকার একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি। সেই সাক্ষাৎকারেই তিনি উল্লেখ করেন রিসেট বাটন শব্দটি। আর সেই শব্দটি নিয়েই শুরু হয়েছে সমালোচনার ঝড়। তিনি সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভালো করে বুঝতে হবে। ছাত্ররা যে আন্দোলন শুরু করেছে সেখানে তাদের মতে তারা রিসেট বটন পুশ করে দিয়েছে। যার অর্থ অতীতের সব কাহিনী মুছে গেছে। আবার নতুন করে তৈরি হবে বাংলাদেশ। গোটা দেশ এমনটাই চায়। সবকিছু মুছে ফেলে নতুন করে গড়ে তুলতে সংস্কার করতে হবে অনেক।

আরো পড়ুন: পাকিস্তানে শুরু হলো গৃহযুদ্ধ, ভাঙ্গনের মুখে পড়লো দেশ

এই সাক্ষাৎকারটি প্রকাশ্যে আসার পরই রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে নেট দুনিয়ায়। এই মন্তব্যের বিরোধিতা করছেন প্রায় বেশিরভাগ মানুষ। সুপ্রিম কোর্টের শ্রদ্ধেয় আইনজীবী জেড আই খান্না পান্না সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ইউনুসকে তিনি বলেছেন ভুল করেও মুক্তিযুদ্ধের ইতিহাস (Liberation War History) মুছে ফেলার চেষ্টা করবেন না। না হলে ছাত্ররাই আবার ফ্ল্যাশ বটন পুশ করে আপনাকে এবং আপনার সাঙ্গো পাঙ্গকে দেশছাড়া করে ছাড়বে। এই মন্তব্যকে সম্মতি জানাতে পারছে না বাংলাদেশের সেনাপ্রধানও।

শুধু সেনাপ্রধান নন বাংলাদেশের পুরো সামরিক বাহিনী ক্ষুব্ধ রয়েছে এই মন্তব্যের কারণে। ইউনুসকে সেনা বাহিনীর তরফ থেকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে যদি ইউনুস এখনো সতর্ক না হয় তাহলে এবার দেশের ইতিহাস রক্ষার্থে রাস্তায় নামবে সেনাবাহিনী। অতএব মুক্তিযোদ্ধার ইতিহাস (Liberation War History) মুছে ফেলার মতন অসামাজিক কাজ করার চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলাই উচিত। সেনাপ্রধান এবং ইউনূসের সৌজন্য সাক্ষাৎকার হয়েছে ঠিকই কিন্তু তাদের আলোচনা যে সৌহার্দ্যপূর্ণভাবে হয়নি তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *