Gautam Adani: গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রয়েছে ঘুষ ও প্রতারণার অভিযোগ

Gautam Adani: গ্রেফতারি পরোয়ানা জারি হল গৌতম আদানির বিরুদ্ধে, রয়েছে ঘুষ ও প্রতারণার অভিযোগ। বিশিষ্ট ভারতীয় শিল্পপতি গৌতম আদানী। এবার তার বিরুদ্ধেই জারি হল গ্রেফতারি পরোয়ানা। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে নিউইয়র্ক আদালতে উঠেছে মামলা। মাল্টি বিলিয়ন ডলার তছরুপের এবং প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের উপর ভিত্তি করেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত।

অন্যতম ভারতীয় শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে নিউইয়র্ক আদালতে। শুধুমাত্র আর্থিক তছরূপই নয় তার বিরুদ্ধে রয়েছে ঘুষ দেবার অভিযোগও। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্রাক্ট পাওয়ার জন্য ভারত সরকারের শীর্ষ কর্তাদেরকে ২৬.৫ কোটি ডলারের ঘুষ দিয়েছে গৌতম আদানি। তবে এই মামলায় শুধু গৌতম আদানি নয়, অভিযুক্ত আদানি গ্রুপের মোট সাতজন কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন গৌতম আদানির ভাইপো সাগর আদানিও।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিরাট অংকের ঘুষের কথা গোপন রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে আদানি গ্রুপকে। গৌতম আদানির সাথে কোড নেমে যোগাযোগ রাখত ষড়যন্ত্রকারীদের একাংশ। কখনো দা বিগ ম্যান, কখনো নিউমেরো ইউনো এই ধরনের কোড নামে সম্বোধন করা হতো গৌতম আদানিকে (Gautam Adani)। তার পাশাপাশি তার ভাইপো সাগর আদানিও জড়িয়ে পড়েছেন এই মামলায়। আদালত বলছে তার মোবাইলেও ঘুষ সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন: খুব শীঘ্রই বেসরকারিকরণ হতে চলেছে এই চারটি সরকারি ব্যাংক

আদালতের তরফ থেকে আরো জানানো হয়েছে যে, দুর্নীতিকারীদের দুর্নীতি গোপন করতে ঋণ ও বন্ড মারফত ৩০০ কোটি টাকা তুলেছিলেন আদানি গ্রীন এনার্জির আধিকারিক বিনীত জৈন। সবকিছু মিলিয়ে আর্থিক তছরূপ এবং ঘুষ বিরোধী আইনের লংঘন করার অপরাধে অভিযুক্ত করা হয়েছে আদানি গ্রুপের কর্মকর্তাদের। অভিযুক্তদের প্রত্যেকেই ভারতীয় বলে জানিয়েছে মার্কিন আদালত। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস অথবা আদানি গোষ্ঠীর তরফ থেকে কোন প্রকার প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়নি।

অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য ৬২ বছরের ভারতীয় শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। ৭০০০ কোটি ডলারের মালিকানা রয়েছে তার নামে। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ২২ তম নাম ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *