Kalyangarh Jagatdhatri Puja 2024: অশোকনগরের রাস্তায় রাস্তায় উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের ভিড়ে গমগম করছে পথঘাট। সপ্তাহের শুরুতেও যেনো ছুটির আমেজ। বড় বড় মন্ডপগুলির সামনে পড়ছে বিশাল লাইন। রাত বাড়ার সাথেই দর্শনার্থীদের চোখে অশোকনগর হয়ে উঠেছে মিনি চন্দননগর। চলুন দেখে নিই অশোকনগরের কোন ক্লাবে কি থিম রয়েছে এবারের জগদ্ধাত্রী পুজোয়!
কিশোর বৃন্দ ক্লাব:
অশোকনগর কচুয়া মোড়ের কাছে এই কিশোর বৃন্দ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর (Kalyangarh Jagatdhatri Puja) এবারের থিম ছিল মহেঞ্জোদারো! ৩১ বছরের পুরনো এই পুজো তুলে ধরেছিল ইতিহাসের পাতার মহেঞ্জোদারো সভ্যতার নানান চিত্র।
আমরা সবাই ক্লাব:
কল্যাণগড়ের আমরা সবাই ক্লাবের ৪৫ বছরের এই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ তৈরি হয়েছে ধাতব পাত দিয়ে যা সহজেই নজর কেড়েছে দর্শনার্থীদের।
ফুটবল কোচিং সেন্টারের পুজো:
এই ক্লাবের পুজোয় এবার প্যান্ডেলটিকে ফুটিয়ে তোলা হয়েছে নারী শক্তির চিত্র হিসেবে। বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের নিয়ে গড়ে উঠেছে এই মন্ডপ। মন্ডপটির মাধ্যমে শিল্পী মা, মেয়ে ও অন্যান্য নারী জীবনের পর্যায়গুলিকে ফুটিয়ে তুলেছেন।
কল্যানগর রামকৃষ্ণ সেবা সমিতি:
এবারের ৪৬তম বর্ষে স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্ডপটি। এই মণ্ডপটিকে ঘিরে দর্শনার্থীদের ভীড়ও ছিল চোখে পড়ার মতো। সঙ্গে পূজা প্রাঙ্গণে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও দর্শনার্থীদের মন কেড়েছে।
আরো পড়ুন: মনোরম পরিবেশে ঘুরতে যেতে চাইছেন, চলুন কলকাতার খুব কাছে এই অফবিট ডেস্টিনেশনে
জাগরণী শক্তি সংঘ:
ক্লাবের জগদ্ধাত্রী পুজো (Kalyangarh Jagatdhatri Puja) এবার ৪৮ তম বর্ষে পদার্পণ করেছে। এখানে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে আদিম যুগের গুহাবাসী মানুষের জীবনযাত্রা।
বিপুল সাহা মোড়ের পুজো:
এবারের এই পুজোর থিম রাখা হয়েছে রঙের মেলায় আলোর খেলা। পুরো মন্ডপটি তৈরি করা হয়েছে সুন্দর আলোকসজ্জা সহযোগে। আর এতেই দর্শনার্থীদের ছবি তোলার হিড়িকের ডেস্টিনেশন হয়ে উঠেছে মণ্ডপটি।
দেশবন্ধু ক্লাবের পুজো:
দেশবন্ধু ক্লাবের জগদ্ধাত্রী পুজো (Kalyangarh Jagatdhatri Puja) এবার ২৩ বছরে পদার্পণ করেছে। এখানে মণ্ডপের ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে মেদিনীপুরের মৎস্যজীবীদের জীবন। মাছ বিক্রয় থেকে শুরু করে নৌকা জীবন সমস্তটাই তুলে ধরা হয়েছিল।