Astrological Facts: চারিদিকে ঢাকের আওয়াজ, আলোর রোশনাই এবং বাদাম ভাজার গন্ধে শুরু হয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজার সঙ্গে জ্যোতিষশাস্ত্র (Astrological Facts) ওতপ্রতভাবে জড়িত। তার কারণ দুর্গাপুজোর প্রত্যেকটি দিন পবিত্র বলে মনে করা হয় এবং বহু মানুষ আছেন এই দুর্গা পূজার দিনগুলিতে নানা ধরনের জ্যোতিষ চর্চা, সাধনা এবং প্রতিকার করে থাকেন। প্রতিবছরের দুর্গাপূজা কোনো না কোনো রাশির জন্য ব্যাপক শুভ হয়ে ওঠে। আবার কোনো রাশির জীবনে ভাটা নেমে আসে। আজকের এই প্রতিবেদনে জানবো কোন কোন রাশির কপাল খুলতে চলেছে এবছর দুর্গা অষ্টমীতে।
দুর্গা অষ্টমী মানে স্নান ছেড়ে শুদ্ধ জামা কাপড় পড়ে মায়ের কাছে অঞ্জলি নিবেদন করা। দুর্গা অষ্টমী মানেই একসাথে বসে প্যান্ডেলে প্যানেলে ভোগ খাওয়া। তবে এবার দুর্গা অষ্টমী নিয়ে আসছে খুশির জোয়ার তিন রাশির জন্য। ২০২৪ এর দুর্গা অষ্টমী পড়েছে ১১ ই অক্টোবর। এই দিন সূর্যযোগ, সর্বার্থ সিদ্ধি যোগের মতো দুর্দান্ত যোগের আভাস পাওয়া গেছে। খ্যাতনামা জ্যোতিষদের মতে এ বছরের দুর্গা অষ্টমীতে বেশ কিছু রাজ যোগ তৈরি হবে। এমনকি দীর্ঘ ৫০ বছর পর বুধ এবং সূর্য একত্রিত হয়ে তৈরি করবে বুধাদিত্য যোগ। যার জন্যই এই সমস্ত রাশিগুলির কপাল খুলতে চলেছে।
মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী (Astrological Facts), প্রথম যে রাশির জীবনে সুখের জোয়ার আসতে চলেছে সেটি হল মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের এই দুর্গো উৎসবের সময় ব্যবসা-বাণিজ্য খুবই ভালো যাবে। যে সমস্ত জাতক-জাতিকাদের বহুদিন ধরে টাকা আটকে ছিল বা যারা অন্যান্যদের থেকে টাকা ধার নিয়েছেন তারা সেই সমস্ত আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছেন। চাকরির ক্ষেত্রেও প্রশংসা অর্জন করতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। মেষ রাশির জাতক-জাতিকাদের সাংসারিক জীবন এবং প্রেম জীবনের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। সন্তানের কাছ থেকে সুখবর পাবেন। অর্থনৈতিক দিক বেশ উন্নত হবে।
কর্কট রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী (Astrological Facts), দ্বিতীয় যে রাশির এই দুর্গা অষ্টমীতে উন্নতি হতে চলেছে সেটি হল কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের প্রেম পরিনয়ে পরিণত হতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসা-বাণিজ্য থেকে চাকরি প্রতিটি ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা চাকরিরত, তাদের চাকরিতে প্রমোশন হওয়ার সুযোগ আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের প্রচুর পরিমাণ আর্থিক লাভের যোগ রয়েছে। এই রাশির জাতক-জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে।
কন্যা রাশি
তৃতীয় রাশিটি হল কন্যা রাশি যাদের জীবনের উন্নতির সম্ভাবনা রয়েছে দুর্গা অষ্টমীর দিনে। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা-বাণিজ্য খুব ভালো যাবে। পরিবারে সর্বক্ষণ আনন্দ, হাসিখুশি বজায় থাকবে। সমাজেও সম্মান পাবেন। যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: ওপরের সমস্ত তথ্য জেনারেল ভিত্তিতে দেওয়া হয়েছে। তাই বিস্তারিত তথ্যের জন্য আপনারা নিকটবর্তী কোন জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেতে পারেন।