Aamir Khan : বয়স প্রায় ৬০ এর দোর গোড়ায়, এই বয়সেই আবারো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান

Aamir Khan : বয়স প্রায় ৬০ এর দোর গোড়ায়, এই বয়সেই আবারো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান (Aamir Khan)। যাকে মিস্টার পারফেকশনিস্ট নামেও অভিহিত করা হয়ে থাকে। কর্ম জীবন হোক বা ব্যক্তিগত জীবন সবকিছুতেই তিনি একেবারে পারফেক্ট। তার পেশাগত জীবন সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। তার ব্যক্তিগত জীবনটাও লুকানো নয়, তবে তার ব্যক্তিগত জীবন নিয়েই নতুন তথ্য উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। শোনা গেছে তিনি নাকি তৃতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এর আগে আমির খান দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চলুন আজ জেনে নেওয়া যাক আমির খানের বিবাহিত জীবন সম্পর্কে কিছু তথ্য।

এখনো পর্যন্ত দুটি বিবাহ করেছেন আমির খান (Aamir Khan)। প্রথম বিবাহ করেন ১৯৮৬ সালে। তার প্রথম স্ত্রীর নাম রিনা দত্ত। তাদের দুটি সন্তান রয়েছে জুনেইদ এবং আইরা। ২০০২ সালে তার প্রথম স্ত্রীকে তালাক দেন তিনি। ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন সেখানেই। তারপর বিবাহ করেন কিরন রাওকে। আমির খান এবং কিরণ রায়েরও একটি ছেলে রয়েছে যার নাম আজাদ। কিন্তু এই সম্পর্কটিও শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সম্ভব হলো না। সম্পর্কের টানা পড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদেরও।

এইবার তার তৃতীয় বিয়ের খবর প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই আলোচনা যদিও নতুন নয়। দঙ্গল ছবিটি মুক্তি পাবার পর থেকে এই আলোচনা চলছে। দাঙ্গালের এক অভিনেত্রীকে আমির খানের (Aamir Khan) সঙ্গে জড়িয়ে একাধিক সমালোচনা হয়েছে এক সময়। সম্প্রতি সেই আলোচনাই যেন আরো কিছুটা উস্কানি পেল। কিছুদিন আগেই রিয়া দত্তের বাবা ইহলোক ত্যাগ করেছেন। আর তাকে সমবেদনা জানানোর জন্যই অন্যান্য আত্মীয়-স্বজনের মত আমির খান এবং তার মাও সেখানে উপস্থিত ছিলেন। সেই একই জায়গায় উপস্থিত ছিলেন দঙ্গল ছবির অভিনেত্রী ফাতিমাও। তাকে সেখানে উপস্থিত থাকতে দেখেই উঠছে আলোচনার ঝড়।

আরো পড়ুন: অপেক্ষার অবসান! শীঘ্রই আসতে চলেছে ‘বাহুবলী ৩’, দিনক্ষণ জানালেন ছবি নির্মাতারা

সোশ্যাল মিডিয়ায় আবারো চর্চা শুরু হয়েছে ফাতিমা সানা শিখের সঙ্গে আমির খানের (Aamir Khan) তৃতীয় বিবাহ নিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, দঙ্গল ছবিতে আমির খান এবং ফাতিমা দুজন বাবা ও মেয়ের চরিত্রের অভিনয় করেছিলেন। ফাতিমা মুসলিম পরিবারে বড় হয়েছেন। তার বাবার নাম বিপিন শর্মা, মায়ের নাম রাজ তাবাসসুম। দুটি ভিন্ন ধর্মের বিবাহের কারণে তিনি হিন্দু ও মুসলিম দুটি ধর্মের সংস্কৃতিকে অবলম্বন করেই বড় হয়ে উঠেছেন।

কিছুদিন আগে একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন আমির খান (Aamir Khan)। সেখানে রিয়া চক্রবর্তী তাকে জিজ্ঞাসা করেন তিনি কি তৃতীয় বিয়ে নিয়ে কিছু ভাবছেন? এই প্রশ্নের উত্তরে আমির খান জানান তিনি একা থাকতে পছন্দ করেন না। কিন্তু তা বলে ৫৯ বছর বয়সে এসে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টা খুব একটা সহজ নয তিনি তার পরিবারের সাথে যথেষ্ট ঘনিষ্ঠভাবেই রয়েছেন। তার প্রাক্তন দুই স্ত্রীর সাথেই তার যথেষ্ট যোগাযোগ রয়েছে। আপাতত তিনি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন। পরিবারের সাথে ভালোভাবে সময় কাটানোর চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *