ATM New Withdrawal Limit: একদিনে কত টাকা তুলতে পারবেন এটিএম থেকে, নতুন বছরে এলো নতুন নিয়ম

ATM New Withdrawal Limit: আজকাল অনলাইনের যুগেও কিছু কিছু ক্ষেত্রে এখনও নগদ অর্থ প্রয়োজন হয়। বিশেষত ছোট দোকান বা ব্যবসার ক্ষেত্রে এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের সময় এর গুরুত্ব অপরিসীম। তাই একথা বলা যেতেই পারে যে UPI পেমেন্টের যুগেও নগদের গুরুত্ব কোনোদিনও কমবে না। আর সবসময় ব্যাংক থেকে টাকা তোলা সম্ভব হয়না সেই জন্যই দেশের বিভিন্ন শহর বা গ্রামাঞ্চলেও ATM পরিষেবা দেওয়া হয়।

প্রতি ব্যাংকের ক্ষেত্রেই এই ATM পরিষেবা নেওয়ার জন্য কিছু নিয়ম থাকে। এর মধ্যে এ নির্দিষ্ট করে দেওয়া থাকে কোনো গ্রাহক ATM-এর মাধ্যমে ঠিক কত টাকা তুলতে পারবে (ATM New Withdrawal Limit) প্রতিদিন। এইসব নিয়ম জানা না থাকলে অনেক সময়ই অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আজ আলোচনা করে নেবো দেশের সবচেয়ে বড় পাঁচটি ব্যাংকের টাকা তোলার নিয়ম সম্পর্কে।

১. ভারতীয় স্টেট ব্যাংক:

ভারতীয় স্টেট ব্যাংকের ডেবিট কার্ড বা ক্লাসিক ডেবিট কার্ড থাকলে গ্রাহকরা একদিনে ATM থেকে নগদ ৪০,০০০ টাকা তুলতে পারে (ATM New Withdrawal Limit)। আবার যদি ইন্টারন্যাশনাল ডেবিট করে থাকে তাহলে একদিনেই ATM থেকে তোলা যাবে এক লক্ষ টাকা।

২. এইচডিএফসি ব্যাংক:

এই ব্যাংকের NRO ডেবিট কার্ড থাকলে গ্রাহকরা এক দিনে ATM থেকে তুলতে পারবেন ২৫ হাজার টাকা। যদি ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড থাকে তবে তোলা যাবে ৫০ হাজার টাকা। আবার টাইট্যানাম রয়াল ডেবিট কার্ড দিয়ে একদিনে তোলা যায় ৭৫ হাজার টাকা এবং প্রিভিলেজ ওয়ার্ল্ড ডেবিট কার্ড দিয়ে ATM থেকে তোলা যাবে এক দিনে ৩ লক্ষ টাকা (ATM New Withdrawal Limit)।

৩. কানাড়া ব্যাংক:

এই ব্যাংকের স্ট্যান্ডার্ড মাস্টার ডেবিট কার্ড থাকলে প্রতিদিন ৭৫ হাজার টাকা তোলা যাবে ATM কার্ডের মাধ্যমে (ATM New Withdrawal Limit)। প্ল্যাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে সর্বাধিক ১ লক্ষ টাকা তোলা যাবে।

আরও পড়ুন: বছরের শেষে বদলে গেলো ফিক্সড ডিপোজিটের সুদের হার, কোন ব্যাংকে কত ইন্টারেস্ট

৪. আইসিআইসিআই ব্যাংক:

এই ব্যাংকের ক্ষেত্রে ATM থেকে প্রতিদিন ১ লক্ষ ৫০ হাজার টাকা তোলা যাবে (ATM New Withdrawal Limit) কোরাল ডেবিট কার্ড থাকলে। প্ল্যাটিনাম ডেবিট কার্ডে সেই পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ টাকা এবং স্মার্ট শপার ডেবিট কার্ডে তোলা যায় ৫০ হাজার টাকা প্রতি দিন।

৫.অ্যাক্সিস ব্যাংক:

এই ব্যাংকের পাওয়ার স্যালুট ডেবিট কার্ড থাকলে গ্রাহকরা প্রতিদিন ৪০ হাজার টাকা তুলতে পারেন। টাইটানাম প্রাইম ডেবিট কার্ডের ক্ষেত্রে এই পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার টাকা। ভ্যালু প্লাস ডেবিট কার্ডের ক্ষেত্রে দৈনিক ১ লাখ টাকা এবং বারগানিড ডেবিট কার্ডের ক্ষেত্রে প্রাত্যহিক ৩ লক্ষ টাকা তোলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *