August Holiday: আগস্ট মাসের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ছুটির তালিকা

August Holiday: জুলাই পার হয়ে আসতে চলেছে নতুন মাস আগস্ট। তাই এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গ সরকারের ২০২৫ সালের আগস্ট মাসের সরকারি এবং পাবলিক ছুটির তালিকা

আগস্ট ২০২৫-এর সরকারি ছুটি (West Bengal Government August Holidays):

  • ৯ই আগস্ট, শনিবার – রাখি বন্ধন (Rakhi Bandhan)
  • ১৫ই আগস্ট, শুক্রবার – স্বাধীনতা দিবস (Independence Day)
  • ১৫ই আগস্ট, শুক্রবার – জন্মাষ্টমী / শ্রীকৃষ্ণ জয়ন্তী (Janmashtami)

ছুটির (August Holiday) প্রকারভেদ

  • ৯ই আগস্ট ২০২৫ শনিবার রাখি বন্ধন আংশিক (partial)
  • ১৫ই আগস্ট ২০২৫ শুক্রবার স্বাধীনতা দিবস জাতীয় ছুটি
  • ১৫ই আগস্ট ২০২৫ শুক্রবার জন্মাষ্টমী আঞ্চলিক সরকারি ছুটি

আরও পড়ুন: নিউ গড়িয়া মেট্রো স্টেশনে বন্ধ মেট্রো চলাচল, কলকাতাবাসীর বিকল্প পথ

১৫ই আগস্ট শুধু স্বাধীনতা দিবস নয়, একই দিনে হওয়ায় জন্মাষ্টমীও, সরকারি কর্মচারীদের একটি ছুটির দিন মার পড়বে। ৯ই আগস্ট, শনিবার হলেও সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আংশিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে – সম্ভবত দুপুরের পর কিছু অফিস খোলা থাকবে।

অন্যান্য ইসলামিক বা ধর্মীয় উৎসবের তারিখ চাঁদ দেখে পরিবর্তন হতে পারে, তাই সেগুলি পরবর্তীতে সরকারিভাবে ঘোষণা করা হতে পারে। উক্ত তারিখ থেকে ভিন্ন হলে পরিবর্তনের সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করাই শ্রেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *