Bahubali 3: এস.এস. রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সিরিজ ভারতের সর্বোচ্চ বাজেটের একটি দুর্দান্ত মুভি। যা অনুরাগীদের কাছে এক বিস্ময়কর মুভি। মূলত তেলেগু সিনেমা জগতের শিল্পকেই তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। ইতিমধ্যেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে এই সিরিজের দুটো পর্বই। পাশাপাশি আয় হয়েছে প্রচুর। তৃতীয় পর্বের (Bahubali 3) অপেক্ষায় অনুরাগীরা। সেই অপেক্ষার অবসান ঘটাতেই খুশির খবর জানালেন তামিল প্রযোজক কে.ই জ্ঞানবেল।
প্রসঙ্গত ২০২৪-এর নভেম্বরের আধাআধিতে রিলিজ হতে চলেছে ‘কঙ্গুভা’। আর সেই চলচ্চিত্রের প্রচার করতে গিয়েই বাহুবলীর প্রসঙ্গ তোলেন কে.ই. জ্ঞানবেল। তার কথায় জানা যায় পূর্বের সপ্তাহেই তার সাথে বাহুবলী ছবি নির্মাতাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন পরিকল্পনা চলছে বাহুবলী তৃতীয় পর্বের। তার পূর্বে রিলিজ হবে দুটি ছবি। তারপর মুক্তি পাবে ‘সালার ২’, ‘কালকি ২’। খবর প্রকাশ্যে আসতেই বাহুবলী নিয়ে ছবি পোস্টাচ্ছেন অনুরাগীরা। কেউ কেউ প্রভাসের ছবি দিয়ে লিখছেন ‘বাহুবলী ৩’ (Bahubali 3)-এর অপেক্ষায় আছি।
কবে আসবে ‘বাহুবলী থ্রি’? এই প্রসঙ্গে পরিচালক রাজামৌলি বলেন আসন্ন পর্বে বাহুবলীকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনেক ঘটনায় দর্শকদের কাছে তুলে ধরা হবে। চলছে সেই সম্পর্কিত কাজ। দর্শকদের কাছে পূর্বের দুটি পর্বের মতো বিশেষ সাড়া ফেলবে এই পর্ব। তবে এখনই এই পর্ব রিলিজ হবে না। ‘বাহুবলী থ্রি’ (Bahubali 3) মুক্তি পেতে বেশ খানিকটা সময় লাগবে। বর্তমানে মহেশের প্রকল্প নিয়ে চলছে কাজ। সেই কাজ শেষ হলেই হয়তো এই ছবি নিয়ে কাজ শুরু করতে পারে রাজামৌলি। তবে এই বিষয়ে অনুরাগীরা বলেছেন রাজামৌলি ফিরে এসে যে ‘বাহুবলী থ্রি’ আনছে এটাই তাদের কাছে অনেক।
আরো পড়ুন: ফোর্বেসের সেরা ১০-এ জায়গা করে নিলেন ইউটিউবার কিরণ দত্ত
তবে সাম্প্রতিক তামিল চলচ্চিত্র শিল্পে ব্যাপক আলোচিত হচ্ছে ‘কঙ্গুভা’ সিরিজকে নিয়ে। এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে সূর্যকে। খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল। যা আগামী ১৪ই নভেম্বর মুক্তি পাবে সিনেমা হলে। পরিচালক প্রযোজকদের দাবি চলচ্চিত্র জগতে বেশ সারা ফেলবে এই সিনেমা। তাদের ধারণা প্রায় ২০০০ কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই চলচ্চিত্র থেকে। সাক্ষাৎকারে জানিয়েছেন কে.ই জ্ঞানবেল।
শুধু তাই না প্রকাশ্যে এসেছে এই চলচ্চিত্র সম্পর্কে আরও বেশ কিছু তথ্য। জানা গিয়েছে এই চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় রয়েছেন দিশা পাটানি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবী শ্রী প্রসাদ। শিব দ্বারা পরিচালিত ওই সিনেমায় রয়েছে তৎকালীন সময়ের ঘোড়ায় চড়া, অস্ত্র আবিষ্কারের গল্প। মোট রান টাইমের সময় রয়েছে ২:২৬ মিনিট। মোট দুটি ভাগে রিলিজ হবে এই ছবি। নির্মাতারা অসাধারণভাবে তৈরি করেছেন এই ছবি। এখন অপেক্ষা শুধু ছবি রিলিজের।