Baba Bhanga Prediction 2025: যুগের পর যুগ ধরে ভাবা ভাঙার ভবিষ্যতবাণী এখনও আলোড়ন ফেলে চলেছে বিশ্ব জুড়ে। বুলগেরিয়ান এই অন্ধ ব্যক্তি সমাজে পরিচয় পেয়েছিলেন বাবা ভাঙ্গা নামে। তাঁর মৃত্যু হয়েছে ১৯৯৬ সালে। তার আগে করে গিয়েছেন আগামী একাধিক বছরের ভবিষ্যতবাণী। পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রায় তিন দশক, এখনও তাঁর ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যাচ্ছে
বিশ্ব এবং তার ভবিষ্যত নিয়ে একাধিক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বুলগেরিয়ান বাবা ভাঙা (Baba Bhanga Prediction 2025)। ২০২৫ সাল নিয়েও একাধিক ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। একই সাথে ভারত নিয়েও একাধিক কথা আগাম জানিয়েছিলেন তিনি। জীবদ্দশায় পৃথিবী সম্পর্কে করে গিয়েছেন একাধিক ভবিষ্যদ্বাণী যার বেশিরভাগ এখনও মিলে যাচ্ছে। এই বছরে ভারতের নানান বিষয়ের অবস্থা নিয়ে একাধিক কথা বলে গিয়েছেন যা ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে। চলুন দেখে নিই কি সেই ভবিষ্যদ্বাণী:
১. বাবা ভাঙ্গা (Baba Bhanga Prediction 2025) জানিয়েছেন ২০২৫ সাল ভারতের জন্য ভালো খারাপ উভয়ই হতে পারে। অর্থনৈতিক অবস্থায় বিরাট পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছিলেন তিনি।
২. প্রাকৃতিক দূর্যোগ, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে চলেছে ভারতে।এমনটাই জানাচ্ছে বাবা ভাঙ্গা।
৩. ২০২৫ সালে ভারত বিজ্ঞানে বেশ উন্নতি করবে বলে জানা গিয়েছে।
আরো পড়ুন: অভাব পিছু ছাড়ছে না? এই পাঁচ জায়গায় খালি হাতে যাবেন না
৪. চলতি বছরে বড় প্রাকৃতিক দূর্যোগ আসতে পারে ভারতে এমনটাই বলছে বাবা ভাঙার ভবিষ্যতবাণী (Baba Bhanga Prediction 2025)। মনে করা হচ্ছে রোজকার বাড়তে থাকা তাপমাত্রার কারণে ঘূর্ণিঝড় বা তার থেকে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত করতে পারে ভারতে।
৫. মহাকাশ অনুসন্ধান, নতুন প্রযুক্তির আবিষ্কার ও AI-এর ব্যবহারে ভারতের উন্নতি হতে পারে বলেও ভবিষ্যত বাণী করেছেন বাবা ভাঙ্গা।
৬. বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী (Baba Bhanga Prediction 2025) অনুযায়ী ২০২৫ সালে ভারতে রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা রয়েছে।
৭. ভারতে পুনরায় মহামারী আতঙ্ক আসতে পারে বলে ধারণা দিয়েছেন বাবা ভাঙ্গা।