বর্তমানে দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হলো টাকা। অর্থ ছাড়া জীবন চলা মুশকিলের। তাই সাম্প্রতিক সময়ে যে যেমন রোজগার করে সেই রোজগারের থেকে কিছু টাকা সঞ্চয় করেন। কেউ ব্যাঙ্কিং সঞ্চয় ভান্ডারে সঞ্চয় করেন তো কেউ আবার মিউচুয়াল ফান্ড বা LIC-তে মোটা টাকা রিটার্নে অর্থ বিনিয়োগ করেন। তবে সম্প্রতিক এইসব জায়গা ছেড়ে অনেকেই শেয়ার মার্কেটে (Stock Market) অর্থ বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। যেখানে একটু বুদ্ধি লাগিয়ে বিনিয়োগ করলেই লাভ করা যায় মোটা টাকা।
সাম্প্রতিক সময়ে উদ্বেগ জনক পরিস্থিতি শেয়ার বাজারে (Stock Market)। দাঙ্গা, হাঙ্গামা, লড়াই, প্রাকৃতিক দুর্যোগে নিম্নমুখী হয়েছে শেয়ার বাজার। অক্টোবরেই প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে ১২টি সেক্টর। যা আতঙ্ক ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। ধস নেমেছে সরকারি কোম্পানির রিয়েল এস্টেট, ক্যাপিটাল গুডস এবং শেয়ারে। যার মধ্যে ২-৩% হ্রাস পেয়েছে ৩টি সেক্টর ইনডেক্সে। ৫% কমেছে DLF ও লোধার শেয়ারে।
অনুরূপে ৫ পার্সেন্ট হ্রাস পেয়েছে বিভিন্ন সরকারি ব্যাঙ্কগুলির শেয়ারে। যেমন ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এসবিআই ও কানারা ব্যাঙ্ক শেয়ারে। তবে অপরদিকে চমক দেখিয়েছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক। অস্বাভাবিকভাবে ১৩% বৃদ্ধি পেয়েছে এই ব্যাঙ্কের শেয়ার। যার কারন Q2 ফলাফল। বর্তমান শেয়ার বাজারে ভবিষ্যৎ মার্কেটের উচ্চ লাভকারী শেয়ার হিসেবে নামাঙ্কিত হয়েছে এই সিটি ইউনিয়ন ব্যাঙ্কের শেয়ার।
আরো পড়ুন: এক বছরে ২০৬% রিটার্ন! দিওয়ালিতে বিনিয়োগের জন্য দারুন শেয়ার এটি
এছাড়াও স্টক মার্কেটে এই পতনে ভালো সুযোগ রয়েছে M and M শেয়ারে। তাই ডিলাররা পরামর্শ দিচ্ছেন বিনিয়োগকারীরা চাইলে এমঅ্যান্ডএম শেয়ারে এখন বিনিয়োগ করতে পারেন। যে শেয়ারের দাম হওয়ার সম্ভাবনা রয়েছে ২৯৫০ থেকে ৩০০০-এর মধ্যে। এই সময়েই শেয়ারটি কেনার জন্য উপযুক্ত বলে জানাচ্ছেন ডিলাররা। তবে ফিউচার এবং অপশন ডাটা তথ্য অনুযায়ী বাজাজ ফাইন্যান্স শেয়ারের অবস্থা খুব একটা ভালো নয়। তাই ডিলররা তাদের ক্লায়েন্টের পরামর্শ দিচ্ছেন বাজাজ ফাইন্যান্স শেয়ার বিক্রির। যা STBT কৌশলে বিক্রির পরামর্শ দিচ্ছেন ডিলাররা।
অর্থাৎ বর্তমান সময়ে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে স্টক মার্কেট (Stock Market)। যার ফলে বিনিয়োগকারীদের ভেবেচিন্তে সঠিক জায়গায় বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাজারের অস্থিতিশীলতার কারণে আরো ভয়ংকর হতে পারে স্টক মার্কেট। তাই সেই দিক থেকে সতর্ক থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন বাজার যদি ২৪, ৫০০ পয়েন্টের নিচে নিম্নমুখী হয় তাহলে স্টক মার্কেটে বড় ধরনের সংশোধন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিজ্ঞদের পরামর্শ নিয়েই বিনিয়োগের কথা বলছেন বিশেষজ্ঞরা।