UP Charanamrit Incident: কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর! তবে এই প্রবাদবাক্য উল্টে গেল কিভাবে জানলে অবাক না হয়ে পারবেন না। উত্তর প্রদেশের একটি ঘটনা সোস্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। ঈশ্বরের প্রতি ভক্তি থাকা ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে ভক্তির মাত্রা অতিরিক্ত হয়ে গেলে ঘটে যেতে পারে যেকোনো বিপদ। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি এই স্পষ্ট বার্তাই দেয়। ঘটনা জানলে হাসিতে ফেটে পড়তে পারেন অনেকেই।
এক-দুইজন নয় বরং বেশ কয়েকজন ভক্ত লাইন দিয়ে গ্রহণ করছেন ঈশ্বরের মূর্তি থেকে নির্গত চরণামৃত পাওয়ার আশায়। কেউ কেউ আবার চরণামৃত পেয়ে ভক্তি ভরে পানও করছেন। কাউকে বা দেখা যাচ্ছে কাগজের চায়ের কাপ হাতে কেউবা খালি হাত পেতেই গ্রহণ করছেন ভগবানের কৃপাধন্য প্রসাদ। চরণামৃত পেয়ে ধন্য ধন্য করছে ভক্তরা। ভাইরাল ভিডিওটিতে দেখা যাওয়া এই অংশটুকু স্বাভাবিক লাগলেও এরপরই জানা যায় আসল সত্য।
সম্প্রতি উত্তর প্রদেশের বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর ভক্তিতে ভগবানের চরণামৃত (UP Charanamrit Incident) গ্রহণের পর জানা যায় ভক্তরা যেটাকে ভগবানের চরণামৃত ভেবে পান করছিলেন তা আর কিছুই নয় বরং এসির জল। ঠিকই শুনেছেন এরকমই এক বিরল ঘটনার সাক্ষী থাকলো প্রসিদ্ধ বাঁকে বিহারী মন্দির।
আরো পড়ুন: ভারতের চেনাব ব্রিজকে ঘিরে চীনের ষড়যন্ত্র, কাজে লাগানো হলো পাক গুপ্তচরদের
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মন্দিরের বাইরের দেয়ালে রয়েছে একটি হাতির মুখের আকারের মূর্তি। যার মুখ দিয়েই পড়ছে ফোঁটা ফোঁটা জল। আর এই জলকে ঘিরেই চরণামৃত পানের হিড়িক পড়ে যায় উপস্থিত ভক্তদের মধ্যে। কেউ চায়ের কাপ তো কেউ খালি হাত জোড় করে এগিয়ে যান চরণামৃত পানের উদ্যেশ্যে। ভক্তদের মাঝে উপস্থিত এক ব্যক্তি এই চরণামৃত কাণ্ড (UP Charanamrit Incident) কারখানা ভিডিওর মাধ্যমে রেকর্ড করেন নিজের ফোনে। পরে ওই ভিডিওই ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
ভিডিওতে ভক্তদের অসীম তৃপ্তি নিয়ে ওই চরণামৃত পান করতে দেখা যাচ্ছে। এমনকি এটাও দেখা যায় ভিডিও করা ব্যক্তি যখন সকলকে জানান যে এটি চরণামৃত নয় বরং এসির জল তখন তাঁর কথায় ভ্রুক্ষেপ না করেই চলতে থাকে চরণামৃত (UP Charanamrit Incident) পাওয়ার লড়াই। বর্তমানে নেট মাধ্যমে চর্চায় উঠে এসেছে ভিডিওটি। ভিডিওটি সামনে আসার পর থেকে সমালোচনার সাথে বিদ্রুপের ঝড়ও উঠেছে নেট পাড়ায়।