Pushpa 2: পুষ্পা টু এর সাফল্যে জয়জয়কার, পিছনে রয়েছে বাঁকুড়ার অবদান

Pushpa 2: পুষ্পা টু এর সাফল্যের পিছনে রয়েছে বাঁকুড়ার অবদান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল পুষ্পা সিনেমাটি। মুক্তি পাবার সাথে সাথেই ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিনেমাটি। রীতিমত বক্স অফিসে সেরার শিরোপা দেওয়া হয়েছিল এই সিনেমাকে। এবার পালা পুষ্পা টু এর। পুষ্পা ছবির ব্যাপক সাফল্যের পরই এই ছবির দ্বিতীয় পার্ট নিয়ে আসার কথা জানানো হয়েছিল। পুষ্পা টু সিনেমাটি প্রকাশ পাবার আগে থেকেই জনপ্রিয়তা পাচ্ছে। এই ছবির গানগুলি রীতিমতো ভাইরাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। কিন্তু জানেন কি এই সিনেমার সাফল্যের পেছনে রয়েছে বাঁকুড়ার অবদানও।

পুষ্পা টু (Pushpa 2) ছবিটি প্রকাশ পাবার আগে থেকেই একাধিক ভাষায় অনুবাদ হওয়া শুরু হয়েছে। এই সত্ব বিক্রি করে পুষ্পা টু উপার্জন করেছে লক্ষাধিক টাকা। আর এইখানেই রয়েছে বাঁকুড়ার অবদান। পুষ্পা ২ সিনেমাটি বাংলাতে অনুবাদ করা হচ্ছে। সেখানে পিলিংস গানটির বাংলা ভার্সন গেয়েছে বাঁকুড়ার একটি মেয়ে অর্পিতা চক্রবর্তী। বাঁকুড়ার অত্যন্ত জনপ্রিয় গান “লাল পাহাড়ির দেশে যা” -এর শ্রষ্ঠা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী। তারই কন্যা অর্পিতা চক্রবর্তী।

পিলিংসের বাংলা ভার্সনটি লিখেছেন শ্রীজাত। এবং এই গানে কন্ঠ দিয়েছেন অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাস। এই গানের সুর দিয়েছেন বিখ্যাত দক্ষিণী সুরকার দেবী শ্রী প্রসাদ। অর্পিতা চক্রবর্তী, ছোট থেকে তার বাবার আদর্শে বড় হয়েছেন। বাঁকুড়ার ভাদু, টুসু, বাউল ইত্যাদি লোকগান শুনে ও রেয়াজ করেই বেড়ে উঠেছেন তিনি। তিনি জানিয়েছেন ছোট থেকে বাবাকে নিজে গান লিখে সুর দিয়ে মঞ্চে উপস্থাপন করতে দেখে নিজের মনে একটা সুপ্ত বাসনা তৈরি হয়েছিল। সেই সুপ্ত ইচ্ছাই তার মধ্যে সংগীত প্রেম জাগিয়ে তুলেছে।

আরো পড়ুন: পুষ্পা-2 এর বক্স অফিসে বাজিমাত, রেকর্ড চুরমার

পুষ্পা ২ (Pushpa 2) ছবির গানে কন্ঠ দিয়েছেন বাঁকুড়ার একটি মেয়ে। এই মেয়েটি কিন্তু ছোট থেকে একেবারেই লোকগীতি শুনে বড় হয়েছে। শুধু শুনে বা রেয়াজ করে নয়, রীতিমতো পড়াশোনা করেছেন এই লোকগীতির উপরেই। অর্পিতা চক্রবর্তী প্রথমে রবীন্দ্রভারতী থেকে লোকসংগীতের উপরে মাস্টার্স করেছেন। পরবর্তীতে ঝুমুর গানের উপর পিএইচডি করেন তিনি। ব্রাত্য ঝুমুর গান কিভাবে সভ্য সমাজে জায়গা করে নিল সেই সম্পর্কেই গবেষণা চালিয়ে গেছেন তিনি।

সংগীত তার কাছে শুধুমাত্র ভালোবাসার জায়গা নয়। সংগীত তার শিক্ষা, সংগীতি তার অধ্যয়নের মূল ভিত। তবে শুধুমাত্র শিক্ষা অর্জনের মধ্যে দিয়ে থেমে থাকেন নি তিনি। পড়াশোনার সাথে সাথে কলকাতা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন সফলভাবে। পুষ্পা টু (Pushpa 2) তার সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে ধরা দিয়েছে। বিখ্যাত দক্ষিণী ছবির বিখ্যাত একটি গানের বাংলা ভার্সনে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বাঁকুড়ার এই মেয়েটি। তিনি বাঁকুড়া তথা গোটা পশ্চিমবঙ্গের গর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *