Barasat Flyover: রাজ্যের অন্যতম ব্যস্ত শহর হলো বারাসাত। একাধিক স্কুল-কলেজ, অফিস-কাছারি, আদালতসহ একাধিক বড় বড়ো মাল্টিপ্লেক্স নিয়ে গঠিত উত্তর চব্বিশ পরগনা জেলার এই বারাসাত শহরটি স্বাভাবিক ভাবেই জনবহুল। অতিরিক্ত যানবাহন চলাচলের অন্যতম একটি সাধারণ পথ হলো বারাসাত উড়ালপুল। অন্যদিকে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যের তরফে কিছু সময় অন্তর উড়ালপুল পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিয়ম মতোই এবার বারাসাত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার পথে হাঁটতে চাইছে বারাসাত প্রশাসন।
জানা যাচ্ছে দুই বছর আগে অর্থাৎ ২০২২ সালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাতের উড়ালপুলের (Barasat Flyover) স্বাস্থ্য পরীক্ষা করার কথা ভেবেছিল পূর্ত দপ্তর। এরপর ওই বছরের ডিসেম্বরে বারাসাত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য যানবাহন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হয়। তবে পরে কিছু কারণবশত ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়। এর পর থেকে এখনও অবধি এই গুরুত্বপুর্ণ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ বন্ধ ছিল।
এরপরে কেটে গেছে দুই বছর কিন্তু বারাসাত উড়ালপুলের (Barasat Flyover) স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তবে কিছুদিন ধরেই এই উড়ালপুলের কিছু ত্রুটি পূর্ত দপ্তরেরবজরে এসেছে। আর এর পরেই পূর্ত দপ্তর জেলা প্রশাসনকে বারাসাত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা কতটা জরুরি তা জানিয়ে একটি চিঠি লেখে। এর পরেই টনক নড়েছে প্রশাসনের। অত্যন্ত তৎপরতা ও গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। জানা যাচ্ছে ডিসেম্বরের শুরু থেকেই এর স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হতে পারে। সূত্রের খবর প্রথমে এর স্বাস্থ্য পরীক্ষা করা হবে এরপর উড়ালপুলটির অবস্থা বুঝে প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু হবে।
আরো পড়ুন: কলকাতা মেট্রোয় টিকিট কাটার নতুন নিয়ম, সমস্যায় যাত্রীরা
সদর শহর বারাসাতের যানজট এড়াতে বামফ্রন্ট সরকার চাঁপাডালি থেকে কলোনি করে পর্যন্ত এই উড়ালপুল তৈরি হয়েছিল। ১২নং রেলগেটের উপর দিয়ে যাওয়া এই উড়ালপুলের মাধ্যমে সহজেই ব্যারাকপুর, নৈহাটি ও বড় জাগুলিয়াকে জুড়ে দেওয়া হয়েছিল। উপরোক্ত তিনটি রুটের বাসও চলাচল করে এই উড়ালপুল (Barasat Flyover) দিয়ে। এছাড়া শয়ে শয়ে অটোরিকশা, টোটো ছাড়াও বিভিন্ন ছোট বড়ো গাড়ির যাতায়াত দেখা যায়। কিছু বছর আগেই এই ব্যস্ত উড়ালপুলের গার্ডারের কাজ সম্পন্ন হয়।
প্রসঙ্গত বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানান উড়ালপুলটিতে এখনও বেশ কিছু গার্ডারের পরিবর্তন করতে হবে। ডিসেম্বরের শুরু থেকেই কাজ চালু হবে। কাজ শুরুর দুদিন আগে থেকে বন্ধে করে দেওয়া হবে যানবাহন চলাচল। এর জন্য হকারদের দোকানও বন্ধ রাখতে হবে। তবে রাতের সময়েই চলবে কাজ। তাই কাজ শুরুর আগে জগগণের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিও দেবে সরকার। সেখানেই বারাসাত উড়ালপুলের (Barasat Flyover) কাজ কতদিনে শেষ হবে এবং এর বিকল্প কোন পথ খুলে যাচ্ছে সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে।