Barrackpore Metro Extension Update: ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পরিষেবা আনার যে দাবি তোলা হয়েছিল রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে সেই প্রস্তাব আবারও অক্সিজেন পেলো বলে খবর। জানা যাচ্ছে এই প্রস্তাব বাস্তবায়নের পথে এগোচ্ছে এবং রয়েছে সফল হওয়ার সম্ভাবনা। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে সেটা সামলে নিয়েই কাজ চালিয়ে যেতে পারবে পুরসভা। এদিন নতুন করে মেট্রো কতৃপক্ষের তরফে পুরসভায় প্রস্তাব পাঠানো হয়েছে। পুরসভার তরফে প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
কিন্তু এর পথে রয়েছে একাধিক সমস্যা। যার মধ্যে অন্যতম হলো বিটি রোডের নীচে জলের তলায় রয়েছে পাইপ লাইন যা মেট্রোর কাজের সময় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। যদি তাই হয় তবে কলকাতার এক বড়ো অংশের মানুষ জলের সমস্যায় পড়বেন। আর এই ঝুঁকির কথা জানার পর থেকেই মেট্রো রো পরিষেবা ব্যারাকপুর পর্যন্ত বাড়ানোর (Barrackpore Metro Extension Update) প্রস্তাবটি কার্যত নাকচ হয়ে যায়।
সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কলকাতার মেয়র মাননীয় ফিরহাদ হাকিম জানান যে কলকাতা মেট্রো কতৃপক্ষের পাঠানো প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি জটিল এবং সংবেদনশীল হওয়ায় এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাচ্ছেনা। এদিকে মেট্রোর কাজের সময় একটুও ভুল হলে কলকাতা শহরের জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই সব দিক বিবেচনা করে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পরিষেবা (Barrackpore Metro Extension Update) দেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
আরো পড়ুন: শিয়ালদহ থেকে উত্তরবঙ্গে যাওয়ার নতুন ট্রেন, বছরের শুরুতে চমক দিলো পূর্ব রেল
এরপর পাওয়া খবর অনুযায়ী সম্প্রতি কলকাতা পুরসভার কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে মেট্রো সংস্থা। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে মেট্রোর পরিসর বাড়ানোর (Barrackpore Metro Extension Update) কাজ চলাকালীন বিটি রোডের নিচে থাকা পাইপলাইন সরিয়ে দেওয়া হবে। এরপর অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে কাজ শেষ হলে পুনরায় ওই পাইপ বসিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো সংস্থা। ইতিমধ্যেই এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে কলকাতা পুরসভায় এবং বর্তমানে এই প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
যদিও এই পুরো বিষয়টি নিয়ে মেট্রো কতৃপক্ষের তরফে অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। মেট্রো সংস্থা এখন অন্যান্য লাইনের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে ডেডলাইন মেনে চলার চেষ্টায় ব্যস্ত রয়েছে বলে খবর। এরই মধ্যে চলতি নতুন বছরের মার্চের মধ্যেই নোয়াপাড়া-বারাসাত মেট্রো প্রকল্পের মাধ্যমে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা মেট্রো সংস্থাটি। এর সাথে ইস্ট ওয়েস্ট মেট্রোর সর্বত্রই পরিষেবা দেওয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি।