Beluga XL in Kolkata: কলকাতায় অবতরণ দৈত্যাকার ‘আকাশ তিমি’র! উপচে পড়া ভিড় বিমানবন্দরে

কলকাতা বিমানবন্দরে আমরা যাত্রীবাহী নানা ধরনের বিমান দেখেছি। তবে সাম্প্রতিক কলকাতার বুকে অবতরণ করল বৃহত্তম বেলুগা বিমান (Beluga XL in Kolkata)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বেলুগা বিমানের ছবিসহ ভিডিও ক্লিপ। মূলত এই প্রথমবার কলকাতার মাটিতে নামলো এই বৃহত্তম বিমান। যে বিমান দেখতে যাত্রীদের হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দরে। কি এমন রয়েছে এই বিমানে? যা দেখার জন্য উপচে পড়া ভিড় বিমানবন্দরে?

বেলুগা সিরিজের এই বেলুগা এক্সএল বিমানকে বলা হয় দৈত্যাকার ‘আকাশ তিমি’। কারণ বিমানটি দেখলেই আপনার মনে হবে যেন একটা আস্ত তিমি। আকার আকৃতি উভয় দিক থেকেই বেশ নজরকারা এই বিমান। তিমির মতোই এই বিমানের অগ্রভাগ সরু এবং তারপর পরবর্তী অংশ বেশ ফাঁপা। আর সেই বেলুগা বিমানই (Beluga XL in Kolkata) কলকাতার মাটিতে অবতরণ করল এই প্রথমবার। পূর্বে বেলুগা সিরিজের আরো একটি বিমান পা রেখেছিল কলকাতার বুকে। যার নাম বেলুগা এসটি। তবে সাম্প্রতিক সেই বেলুগা সিরিজেল সবথেকে বড় বিমানের পদছাপ পড়ল কলকাতায়।

প্রসঙ্গত, বেলুগা সিরিজের এই বিমানের নাম হল বেলুগা এক্সএল। তবে এই বিমান যাত্রীবাহী নয়। মূলত পণ্য পরিবহনের জন্যই তৈরি এই বৃহৎ বিমান। অন্যান্য মালবাহী বিমানের চেয়েও এই বিমানের আকার বেশ অনেকটাই বড়। এই ধরনের বিমান তৈরি করতে সময় লাগে প্রায় তিন বছর। প্রতি সপ্তাহে প্রায় ৬০ বার পণ্য পরিবহনে যাতায়াত করে এই বিমান। যা আকার আকৃতিতে আকাশপথে ‘আকাশ তিমি’ হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই দৈত্যাকার বিমান।

তবে প্রশ্ন হল হঠাৎ কলকাতায় অবতরণ কেন এই বেলুগা বিমানের? সূত্রের খবর এই ধরনের বিমানে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সব জায়গায় পাওয়া যায় না। পূর্ব কলকাতাতেই রয়েছে বেলুগা বিমানের রক্ষণাবেক্ষণের পূর্ণ ব্যবস্থা। তাই বিমানে জ্বালানি ভরার জন্যই কলকাতার মাটিতে পা রাখেন দৈত্যাকার বেলুগা বিমান (Beluga XL in Kolkata)। গত মঙ্গলবার একজন ইঞ্জিনিয়ার এবং তিনজন বিমানচালক সহ যাত্রা শুরু করে এই বেলুগা বিমান। যা ৫ ঘন্টা যাত্রার পর রাত ১০টা ৪৫ মিনিটে কলকাতায় অবতরণ করে বেলুগা এক্সএল। তারপর জ্বালানি ভরে বুধবার ভোর ৫টা ৩৫মিনিট নাগাদ চিনের তিয়ানজিনের উদ্দেশ্যে রওনা দেন বেলুগা। যে বিমানটি মূলত সামুদ্রিক প্রাণীর আকারে তৈরি করা হয়। সচরাচর এই বিমান দেখতে পাওয়া যায় না। ফলেই কলকাতায় অবতরণের সময় এই বিমান দেখতে উপচে পড়া ভিড় দেখা যায় পেল্লায়।

বেলুগা সিরিজের অত্যাধুনিক এবং বৃহৎ সংস্করণ হল এই বেলুগা এক্সএল। এই বিমানকে অনেকেই তকমা দিয়েছেন ‘সুপার ট্রান্সপোর্ট’ হিসেবে। ইউরোপ এবং পশ্চিম দুনিয়ায় লাগাতার যাতায়াত রয়েছে এই বিমানের। প্রায় ৫১ টন মাল বহন করতে পারে এই বিমান। যার ডানা প্রায় ৬০.৩ মিটার লম্বা এবং পুরো বিমানটি লম্বায় রয়েছে ৬৩ মিটার। তবে শুধু পণ্য পরিবহন নয় এই বিমান বিমান তৈরীর বিভিন্ন অংশ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *