Site icon লোকাল সংবাদ

শুরু হয়ে গেছে দুয়ারে সরকার ক্যাম্প, কি কি সুবিধা পেতে পারেন? এক নজরে দেখে নিন

দুয়ারে সরকার

প্রতিনিধত্বমুলক

এই নিয়ে নবম বার হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। দফায় দফায় ক্যাম্প বসে। ইতিমধ্যেই, সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এই শিবির। এখনও অবধি প্রায় ৪.৪২ কোটি মানুষ এর থেকে উপকৃত হয়েছেন। এবছর দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে ২৪শে জানুয়ারি থেকে। শেষ হবে ১লা ফেব্রুয়ারি। ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনির কাজ। তারপর পরিষেবা পৌঁছে দেওয়া হবে আমজনতাদের মধ্যে।

২০২১ সালে তৃতীয়বার রাজ্যের শাসনভার গ্রহণের পর দুয়ারে সরকার কর্মসূচি চালু করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে সাধারণ মানুষেরা ঠিকভাবে পায় সেটা দেখায় এই কর্মসূচির মূল লক্ষ্য।রবিবার বা অন্যান্য ছুটির দিন বাদে রোজই ক্যাম্পে গিয়ে আবেদন পত্র জমা করা যাবে।

আসুন জেনে নেওয়া যাক, দুয়ারে সরকারে আপনি কি কি সুবিধা পেতে পারেন? বিভিন্ন সরকারি প্রকল্পগুলি যাতে অতি সহজেই সাধারণ মানুষের আওতায় আসতে পারে তার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। দুয়ারে সরকার ক্যাম্পে স্টুডেন্টদের জন্য নানারকম সুবিধা থাকছে। এখানে স্টুডেন্টরা শিক্ষাশ্রী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রূপশ্রী, ঐক্যশ্রী, স্কলারশিপ, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইত্যাদি সংক্রান্ত যাবতীয় সমস্যার কথা জানাতে পারবে।

কৃষকদের জন্যও থাকছে নানান রকমের সুবিধা। এখানে কৃষকেরা কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পাট্টা আবেদন, বাংলা কৃষি সেচ যোজনা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টস ফর পারচেজ অফ ফার্ম মেশিনারি, জমি রেকর্ড সংশোধন ইত্যাদি সংক্রান্ত যাবতীয় বিষয়ে আবেদন জমা দিতে পারবেন।

আরও পড়ুন: বড়সড় রদবদল হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়, দুর্নীতি ঠেকাতে বাড়তি সর্তকতা

সাধারণ নাগরিকরাও দুয়ারে সরকারের ক্যাম্প থেকে নানাবিধ সুবিধা পেতে পারেন। যেমন- কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, প্রতিবন্ধী সার্টিফিকেট, ইলেকট্রিসিটি নতুন কানেকশন, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ছাড়, তপশিলি বন্ধু প্রকল্প, জয় জোহার প্রকল্প, লক্ষ্মী ভান্ডার প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, উদয়ন পোর্টাল রেজিস্ট্রেশন, সামাজিক সুরক্ষা যোজনা ইত্যাদি। 

রাজ্যের প্রায় সব জায়গাতেই বসে দুয়ারে সরকার শিবির। কিন্তু তা সত্ত্বেও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষেরা এর সুবিধা থেকে বঞ্চিত হন। এইজন্যই মাননীয়া মুখ্যমন্ত্রী এই বছরে গ্রামাঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার জন্য অগ্রাধিকার দিয়েছেন যাতে দুয়ারে সরকারের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সরকারি সুবিধাগুলি। এবছর দুয়ারে সরকার কর্মসূচির পাশাপাশি থাকছে “পাড়ায় সমাধান” কর্মসূচিও।

Exit mobile version