Best 5G Redmi Mobile: কিছুদিন আগেই বাজারে এসেছে Redmi 14C 4G মডেলটি। এবার এই ফোনের 5G মডেল বাজারে আনতে চলেছে সংস্থাটি। এর সাথে কিছু অতিরিক্ত ফিচার্সও যোগ করা হচ্ছে সংস্থার তরফে। ইতিমধ্যেই এর গ্লোবাল লঞ্চ টিজ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে প্রথমে ভারতের বাজারে লঞ্চ করা হবে এই ফোনটি। জানা যাচ্ছে নব বর্ষ উদযাপনের দিনেই Redmi 14C 5G ফোনটি বাজারে আনতে চলছে শওমী সংস্থাটি। জানা যাচ্ছে এর সর্বোচ্চ দাম হতে পারে ১৫০০০ টাকা।দেরি না করে চলুন দেখে নিই এর স্পেসিফিকেশন সমূহ।
ডিসপ্লে: জানা যাচ্ছে এই রেডমি স্মার্টফোনটি (Best 5G Redmi Mobile) LCD প্যানেল সহ 720×1640 পিক্সেল রেজলিউশনের 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে সহ। সঙ্গে থাকবে 120 হার্টজ রিফ্রেশ রেট।
প্রসেসর: 2.36 গিগাবাইট ক্লক স্পিড অক্টাকোর প্রসেসর থাকবে রেডমির এই নতুন স্মার্টফোনে (Best 5G Redmi Mobile)। Thakbe Qualcomm Snapdragon 4Gen 2 চিপসেট।
স্টোরেজ: সূত্রের খবর অনুযায়ী রেডমির নতুন এই স্মার্টফোনের (Best 5G Redmi Mobile) স্টোরেজ থাকবে মোট চার রকম অর্থাৎ স্টোরেজ অনুযায়ী চারটি ভেরিয়েশন দিয়ে পাওয়া যাবে মোবাইলগুলি। র্যাম পাওয়া যাবে 4GB, 6GB, 8GB এবং 12GB এছাড়া থাকবে 64GB, 128GB, 256GB এবং 512GB স্টোরেজের সুবিধা। তবে বিভিন্ন ভ্যারিয়েন্টে দামও বিভিন্ন হতে চলেছে।
আরো পড়ুন: দেশে ২০২৪ সালে সবচেয়ে বেশি জিজ্ঞাস্য প্রশ্ন, জানলে চক্ষু হবে চড়কগাছ
ব্যাটারি: রেডমির এই নতুন ফোনটিতে 5060 mAh-এর শক্তিশালী ব্যাটারি থাকছে। তবে জানা যাচ্ছে এর আগের 4G মডেলের মতো 5160 mAh ব্যাটারি সহ লঞ্চ করার কথা ভাবছে সংস্থাটি। তবে এই বিষয়ে এখনও সঠিক জানা যায়নি।
ক্যামেরা: ছবি তোলার জন্য রেডমির ফোর্টিন সি ফাইভ জি ফোনে (Best 5G Redmi Mobile) ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। জানা যাচ্ছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ০.৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ব্যবহার করা যেতে পারে। আর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।
অন্যান্য স্পেসিফিকেশন: এতে থাকছে ১৭১.৮৮x৭৭.৭৮x৮.৩ এমএম ডাইমেনশন। ওজন হতে পারে ২১৩ গ্রামের আশেপাশে। এছাড়া সাইডে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইয়ার ব্লাস্টার দেওয়া হবে বলে জানা যাচ্ছে।