Best Stocks Before Budget: বাজেট পেশের আগে কোন কোন স্টক কিনলে বেশি লাভ পাবেন, আসবে ৩৮ শতাংশ লাভ

Best Stocks Before Budget: ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পেশ হতে চলেছে নতুন অর্থ বর্ষের বাজেট। এই বাজেট নির্ধারণের সময়েই একাধিক খাতে বিভিন্ন ঘোষণা করে ভারতীয় কেন্দ্রীয় সরকার। আর এর পরেই ওই সংক্রান্ত শেয়ারের মূল্য বাড়তে থাকে শেয়ার বাজারে। আর এই জন্যই স্টক মার্কেটের বিশেষজ্ঞরা বাজেট পেশের আগেই একাধিক সংস্থার স্টকের সুপারিশ করেন। যেগুলোর পরবর্তীতে মূল্য বৃদ্ধি এবং শেয়ারের সূচক বৃদ্ধির সম্ভাবনা থেকে যায়।

এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই পেশ হতে চলেছে বাজেট। এর আগেও ব্রোকারেজ জেফ্রিজ সব মিলিয়ে ১০টি স্টকের (Best Stocks Before Budget) নাম জানিয়েছে। যা ভারতবর্ষের একাধিক নামি দামী সংস্থা বা সেক্টরের সাথে সম্পর্কযুক্ত। এই বিষয়ে ব্রোকারেজ জানায় যে বিনিয়োগকারী যদি বাজেটের কাজে বিনিয়োগ করতে চায় তবে এই বিশেষ দশটি শেয়ারেই বাজি মারতে পারবেন তিনি।

জেফ্রিস এছাড়াও বলেছেন যে ২০২৪ সালের রেকর্ড অনুযায়ী স্টক মার্কেটকে দুটো ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। এদিকে ভারতে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আশানুরূপ ফল না করলে দেশ জুড়ে একটি জোট দল তৈরি হয়। এরপর থেকেই শেয়ার বাজারের ভাঙন চিন্তা বাড়াচ্ছে সাধারণের। কিন্তু মহারাষ্ট্র নির্বাচনের ভালো ফল দিশা দেখাচ্ছে বিনিয়োগকারীদের। এবার বাজেট পেশের আগেই সেরা এই দশ স্টক (Best Stocks Before Budget) নেওয়ার জন্য বলছেন ব্রোকারেজ।

আরো পড়ুন: বড় সিদ্ধান্ত নিল RBI, ব্যক্তিগত লোন নেওয়া হলো আরও কঠিন

সূত্রের খবর এবারের বাজেটটি নির্ধারক হতে চলেছে। অর্থাৎ এই বছর কোন খাতে কত খরচ হতে চলেছে সেদিকেই নজর দিতে চাইছে সরকার। জেফ্রিজের মতে HAL সংস্থাটির অর্ডার বুক এবং শুক্তিশালী অর্থনৈতিক পরিকাঠামোর উপর ভিত্তি করে সরকার ওই বিষয়ে নতুন কিছু ঘটনা করতে পারে বলে খবর।

চলুন দেখে নিই সেই সেরা সমস্ত স্টকের নাম (Best Stocks Before Budget):

  1. L&T
  2. HAL
  3. Siemens
  4. ABB
  5. Bharat electronics
  6. cummins
  7. Thermax
  8. BHEL
  9. KEI industries
  10. Data patterns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *