Best Winter Trip Destination: শীতের ছুটিতে পাহাড়, সমুদ্র, জঙ্গল একসাথে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন এই জায়গা থেকে

Best Winter Trip Destination: পাহাড়, সমুদ্র, জঙ্গল একসাথে উপভোগ করতে চাইলে সেটা অন্যায় নয়। সবুজ প্রকৃতি, সমুদ্রের নীল জল, ঐতিহাসিক গুরুত্ব সহ পর্যটকরা যা যা খুঁজে থাকেন তার সমস্ত কিছুই রয়েছে এই স্থানে। নিজের প্রাকৃতিক সৌন্দর্যে মাতোয়ারা করে দেওয়া এই পর্যটন কেন্দ্রের নাম দাপোলি।

মহারাষ্ট্রের রত্নগিরি জেলার এই দাপোলিতে ছুটি কাটাতে আসেন প্রতিবছর অনেক পর্যটক। অনুচ্চ পাহাড়, সমুদ্রের অবিরাম ঢেউ সহ গুহা, মন্দির, দুর্গ নিয়ে শীতের দিনে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা (Best Winter Trip Destination) হলো এটি।

লাদঘর সৈকত

হেলে থাকা নারকেল গাছের সারি, পাহাড় এবং সমুদ্রের প্রাকৃতিক শোভা উপভোগ করা যেতে পারে এই লাদঘর সৈকতে। পরিচ্ছন্ন এবং একাকী সমুদ্র সৈকতে সুযোগ থাকছে একাধিক জলজ খেলায় অংশ নেওয়ার। নৌকা চড়ে ডলফিন দেখাও এখানে অন্যতম বিখ্যাত একটি কাজ। শীতের বিকেলে ঘোরার পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হলো (Best Winter Trip Destination) এই লাদঘর।

আনজারলে

ভারতের কঙ্কন উপকূলে সাদা বালির সমুদ্রে এই সৈকত পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় (Best Winter Trip Destination)। দাপোলি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে এই সমুদ্র সৈকত। সাথেই পাহাড়ের মাথায় রয়েছে গনেশ মন্দির। ২৫০টি সিঁড়ি পেরিয়ে এই মন্দির দর্শনে উঠল প্রকৃতি আরও অপূর্ব মহিমায় ধরা দেয়।

আরো পড়ুন: ছুটির মরশুমে দারুন চমক দিলো IRCTC, মাত্র ১৭০০ টাকায় ঘোরা যাবে বৈষ্ণদেবী মন্দির

সুবর্ণ দুর্গ

এই স্থান ভ্রমণে এলে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা (Best Winter Trip Destination) হলো সুবর্ণ দুর্গ। ছোট গ্রাম হারনাই সেখানেই রয়েছে গোল্ডেন ফোর্ট। ছত্রপতি শিবাজী এই দুর্গ তৈরি করেন। ব্রিটিশ শত্রুদের প্রবেশ ঠেকাতে এই দুর্গ তৈরি করে ব্যবহার করা হতো। জানা যায় এই দুর্গ থেকে সুড়ঙ্গ পথে যুক্ত ছিল বন্দরের সাথে। তবে এখন আর সেই যোগ নেই।

পানহালকাজি গুহা

এই স্থানে ভ্রমণে এলে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা (Best Winter Trip Destination) হলো পানহালকাজি গুহা। মুম্বাই থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে রয়েছে এই প্রাচীন গুহা। ইতিহাসে জানা যায় বৌদ্ধ এবং হিন্দুদের মত ৩০টি গুহা ছিল সেখানে। এর ১০ নম্বর গুহাতে পাওয়া যায় বৌদ্ধ দেবীর মূর্তি। ১৯ নম্বরে রয়েছে শিবলিঙ্গ। এছাড়া ১৪ ও ২৯ নম্বর গুহাতে রয়েছে নাথ সম্প্রদায়ের দেব-দেবীর মূর্তি।

আনহাভারে: দাপলি থেকে ৩৫ কিলোমিটার দূরের এই স্থানে রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ। স্নানের জন্য রয়েছে বাঁধানো জায়গাও। এছাড়া ট্রেকিংয়ের সুযোগ পাবেন পর্যটকরা। এই স্থানের নিকটবর্তী রেল স্টেশন খের এবং কাছের বিমানবন্দর রত্নগিরি। থাকার জন্য হোটেল, রিসর্ট এবং গাছবাড়ি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *